নেপাল এয়ারলাইন্স

নেপাল এয়ারলাইন্স (Nepali: नेपाल वायुसेवा निगम, পূর্বতন রাজকীয় নেপাল এয়ারলাইন্স) নেপালের জাতীয় এবং প্রধান এয়ারলাইন্স। এর প্রধান কার্যালয় এনএসি ভবন, কাঠমান্ডু[1][2] এবং এর মুল ঘাটি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠমান্ডু। এই এয়ালাইন্সটি প্রতিষ্ঠিত হয় জুলাই, ১৯৫৮ সালে রয়াল নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন নামে। এই এয়ারলাইন্সের প্রথম বিমান ডগলাস ডিসি-৩, যেটি অভ্যন্তরীণ গন্তব্যে চলত এবং ভারতে চলার উপযোগী ছিল। এই এয়ারলাইন্স প্রথম জেট বিমান, বোয়িং ৭২৭ কিনে ১৯৭২ সালে। ২০০৪ সালে নেপাল সরকার এর ৪৯% শেয়ার পাবলিক খাতে বিক্রির সিদ্ধান্ত নেয়। মে ২০১৪ পর্যন্ত এর বহরে ৯টি বিমান আছে।

নেপাল এয়ারলাইন্স
আইএটিএ আইসিএও কলসাইন
RA RNA রাজকীয় নেপাল
প্রতিষ্ঠাকাল১৯৫৮
হাবসমূহত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর
শহরসমূহে ফোকাসব্যাংকক - সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি - ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হংকং - হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
বহরে বিমানের সংখ্যা
গন্তব্যসমূহ৭টি আন্তর্জাতিক, ২৫টি অভ্যন্তরীণ
প্যারেন্ট কোম্পানিনেপাল পার্লামেন্ট
প্রধান কার্যালয়কাঠমান্ডু
গুরুত্বপূর্ণ ব্যক্তিজনাব সুগত রত্ন কানসাকার
ওয়েবসাইটwww.nepalairlines.com.np

নেপালের অন্যান্য এয়ারলাইন্সের মতো নেপাল এয়ারলাইন্সও ইউরোপে চলাচল নিষিদ্ধ।ডিসেম্বর ২০১৩ অনুযায়ী.[3]

২০১৫ সালের ৩০ এপ্রিল নেপাল এয়ারলাইন্স দ্বিতীয় এয়ারবাস এ৩২০ লাভ করে। নেপাল এয়ারলাইন্স বর্তমানে দুটি সুপরিসর বিমান কেনার প্রক্রিয়া চলছে। এই এয়ারলাইন্স অজানা সংখ্যক এয়ারবাস এ৩৩০ বিমান কেনার আগাম সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

ইতিহাস

১৯৫০ এবং ১৯৬০ শুরুর বছর

১৯৭৪ সালে রয়াল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান।

একটি ডগলাস ডিসি-৩ বিমান নিয়ে এই এয়ারলাইন্স "রয়াল নেপাল এয়ারলাইন্স কর্পোরেশন" নামে ১৯৫৮ সালের জুলাই মাসে যাত্রা শুরু করে। শুরুতে এই ফ্লাইট সীমারা, পোখরা, বিরাটনগর এবং ভারতের পাটনা, কলকাতা এবং দিল্লি চলাচলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৬১ সালে, পিলাটাস পোর্টার বিমান বহরে যুক্ত হয়েছে; ১৯৬৩ সালে একটি ১২ সিটের চীনা বিমান বহরে যুক্ত হয়।[4]

১৯৬৬ সালে একটি ফকার এফ২৭ বিমান বহরে যুক্ত হয়।

১৯৭০ ও ১৯৮০; জেট যুগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি

১৯৭০ সালে রয়াল নেপাল এয়ারলাইন্স একটি হকার সিডলে (HS-748) বিমান ও ১৯৭১ সালে টুইন অটার বিমান কেনে। ১৯৮৭ সালে দুটি বোয়িং ৭২৭ বদলায়ে দুটি বোয়িং ৭৫৭ বিমান কেনে। [4]

রয়াল নেপাল এয়ারলাইন্স বোয়িং ৭২৭-২০০

১৯৮৫ সালে নেপালে ১৮১,০০০ পর্যটক আসে, যাদের ৮০ভাগ আসে বিমানপথে। রয়াল নেপাল এয়ারলাইন্স ৩৮% পর্যটক বহন করে।

১৯৯০ ও ২০০০ঃ দুর্নীতি

দেশের অভ্যন্তরীণ বিমান ব্যবসা ১৯৯২ সালে মুক্ত করে দেয়া হয়; নতুন প্রতিযোগীর আবির্ভাব ঘটে; নিকন এয়ার, নেপাল এয়ারওয়েজ; এভারেস্ট এয়ার, বুদ্ধ এয়ার, ইয়েতি এয়ার, সীতা এয়ার। নেপাল এয়ারলাইন্সে সর্বশেষ বোয়িং ৭২৭ বিমান ছিল ১৯৯২ সালে। ১৯৯৭ সালের মধ্যে চার প্রতিযোগী নেপালের অভ্যন্তরীণ বাজারের ৭০% দখল করে।[5]

গন্তব্য

নেপাল এয়ারলাইন্স কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।

নেপাল এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ২৫টি ফ্লাইট পরিচালনা করে।

কোডশেয়ার চুক্তি

বহর

নেপাল এয়ারলাইন্সের টুইন অটার

ঐতিহাসিক বহর

নেপাল এয়ারলাইন্সের ঐতিহাসিক বহর[4][7]
বিমান পরিষেবা শুরু পরিষেবা শেষ
এয়ারবাস এ৩১০-৩০০ ১৯৯৩ ১৯৯৬
বোয়িং ৭২৭-২০০ ১৯৭২ ১৯৯৩
align=leftবোয়িং ৭৬৭-৩০০ ২০০০ ২০০১
ডগলাস ডিসি-৩ ১৯৫৮ ১৯৭৩
মৈত্রী ফকার এফ২৭ ১৯৬৬ ১৯৭০
ফং শু-২ হারভেস্টার ১৯৬৩ ১৯৬৫
হকার সিডলে (HS-748) ১৯৭০ ১৯৯৬
পিটালাস পোর্টার ১৯৬১ ১৯৯৮

ঘটনা এবং দুর্ঘটনা

তথ্যসূত্র

  1. "Contact Information." Nepal Airlines. Retrieved on 31 December 2011. "Head Office Contact Information NAC Building, Kantipath Kathmandu, Nepal"
  2. "World Airline Directory." Flight International. 23–29 March 1994. 114. "Head office: PO Box 401, RNAC Building, Kantipath, Kathmandu 711000, Nepal."
  3. Paylor, Anne (৫ ডিসেম্বর ২০১৩)। "Nepal carriers added to EU blacklist"Air Transport World। ২০১৩-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০২
  4. Brief History of Nepal Airlines retrieved 28 August 2010
  5. R.E.G. Davies, Airlines of Asia Since 1920
  6. "NAC, Druk Air signs codesharing pact"। ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৫
  7. retrieved 3 Jan 2015

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.