মিউজ

মিউজ (/ˈmjz[অসমর্থিত ইনপুট: 'ɨ']z/; প্রাচীন গ্রিক: Μοῦσαι) হচ্ছে সঙ্গীত, সাহিত্য এবং কলার নয় জন দেবী। টাইটান দেবী নেমোসাইনের সাথে দেবতা জিউসের মিলনের ফলে মিউজদের জন্ম হয়।

কাল্লিয়োপে, ক্লিও, এরাতো, এউতের্পে, মেল্পোমেনে, পলিহিম্নিয়া, তের্প্সিকোরে, থালিয়া and উরানিয়া — নয়জন মিউজ ২য় শতকের একটি রোমান প্রস্থরচিত্রে (লুভর-এ সংরক্ষিত)।

পুরাণে মিউজগণ

গ্রিক নামঅনুবাদচিত্র...এর দেবী
কাল্লিয়োপেসুন্দর কণ্ঠ-বিশিষ্টপ্রধান মিউজ এবং মহাকাব্য বা বীরত্বগাথার মিউজ
ক্লিওমহিমান্বিতইতিহাসের মিউজ
এরাতোপ্রণয়শীল, কামার্তভালবাসার কবিতা, গানের কথা ও বিবাহের গানের মিউজ
এউতের্পেআনন্দদায়কসুরগীতিকাব্যের মিউজ
মেল্পোমেনেস্লোগানরতবিয়োগান্তক নাটকের মিউজ
পলিহিম্নিয়া বা পলিম্নিয়াবহু স্তোত্রগীত পাঠরতপবিত্র গান, বাগ্মিতা, গীতিকাব্য, সঙ্গীত ও অলঙ্কারের মিউজ
তের্প্সিকোরেআনন্দদায়ক নৃত্যরতাবৃন্দগীতি ও নৃত্যের মিউজ
থালিয়াফুটন্তমিলনান্তক নাটক ও রাখালি কবিতার মিউজ
উরানিয়াস্বর্গীয়জ্যোতির্বিজ্ঞানের মিউজ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.