মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ একটি বাংলা,বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী। যার প্রতিষ্ঠাতা মুর্শিদকুলি খাঁ।এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
মুর্শিদাবাদ | |
---|---|
শহর | |
হাজারদুয়ারী প্রাসাদ | |
![]() ![]() মুর্শিদাবাদ | |
স্থানাঙ্ক: ২৪.১৮° উত্তর ৮৮.২৭° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিম বঙ্গ |
জেলা | মুর্শিদাবাদ |
প্রতিষ্ঠা করেন | মুর্শিদকুলি খাঁ |
সরকার | |
• সংসদ সদস্য | বদরুদ্দোজা খান |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৫৮,৬৬,৫৬৯ |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৪.১৮° উত্তর ৮৮.২৭° পূর্ব।[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১২মিটার (৩৯ফুট)।
উল্লেখযোগ্য ব্যাক্তি
- মুর্শিদকুলি খাঁ, মুর্শিদাাবাদের নবাব ও প্রতিষ্ঠাতা।
- সিরাজুদ্দৌলা,নবাব
- অধীর রঞ্জন চৌধুরী,লোকসভার সদস্য।
- সাহিন সারোয়ার(ছাত্র)
জননেতা আব্দুস সাত্তার (প্রাক্তন মন্ত্রী) গুমানী দেওয়ান (কবিয়াল গুরু ) মোস্তাক হোসেন ( পতাকা ইন্ডাস্ট্রি ও জিডি গ্রুপের শিল্পপতি) মীর ( মীরাক্কেল খ্যাত অভিনেতা,সঞ্চালক,rj ) অরিজিৎ সিং(গায়ক) সৈয়দ মুস্তফা সিরাজ (লেখক) আবুল বাশার (লেখক) মহাশ্বেতা দেবী(উপন্যাসিক)
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা হল ৫৮,৬৬,৫৬৯ জন।[2] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৬৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭১% এবং নারীদের মধ্যে এই হার ৬১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মুর্শিদাবাদ এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।


তথ্যসূত্র
- "Murshidabad"। Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১২।
- "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০১২।
বহিঃসংযোগ
![]() |
উইকিভ্রমণে মুর্শিদাবাদ সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |