লরেন্স ম্যাক্সওয়েল ক্রস

লরেন্স ম্যক্সওয়েল ক্রস (জন্ম: ২৭ মে, ১৯৫৪)একজন আমেরিকান-কানাডীয় তাত্ত্বিক পদার্থবিদ এবং ভৌতবিশ্বতাত্ত্বিক, তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির স্কুল অব আর্থ এণ্ড স্পেস এর প্রতিষ্ঠাতাকালীন অধ্যাপক ছিলেন।[2][3]

লরেন্স এম. ক্রস
ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্রস, ১৭ অক্টোবর ২০১৩
জন্মলরেন্স ম্যাক্সওয়েল ক্রস
(1954-05-27) ২৭ মে ১৯৫৪
নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিনী-কানাডীয়
প্রাক্তন ছাত্রকার্লেটন বিশ্ববিদ্যালয় (১৯৭৭, স্নাতক)
এমআইটি (১৯৮২, পিএইচডি)
সন্দর্ভসমূহGravitation and phase transitions in the early universe (1982)
পিএইচডি উপদেষ্টারোজকো গাইলস[1]
পরিচিতির কারণ
স্ত্রী/স্বামীক্যাথরিন ক্যালী (বি. ১৯৮০; বিচ্ছেদ. ২০১২)
ন্যান্সি ডাল (বি. ২০১৪)

তিনি বৈজ্ঞানিক সংশয়বাদবিজ্ঞান ভিত্তিক শিক্ষার মাধ্যমে প্রায়োগিক উপাত্তকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিজ্ঞান বুঝানোর প্রয়াস করেন। অর্থাৎ বিজ্ঞানের কঠিন বিষয়গুলো যাতে করে সাধারণ মানুষ অনুধাবন করেন, তিনি তার কাজের মাধ্যমে সে প্রচেষ্টা করেন। তার মতে জনপ্রিয় সংস্কৃতিতে যেসব কুসংস্কার ও ধর্মীয় মতবাদ আছে তা বাতিল করে দিয়ে একটি বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে তিনি কাজ করেন।[4]

ক্রাউস নক্ষত্র ভ্রমণের পদার্থবিজ্ঞান ( The Physics of Star Trek) (১৯৯৫) এবং শুন্য থেকে মহাবিশ্ব (A Universe from Nothing) (২০১২) এর মত সর্বাধিক বিক্রিয় বই লিখেছেন এবংবুলেটিন অফ দ্য অ্যাটমিক সাইন্টিস্ট্‌স এর সভাপতিত্ব করেছেন।

প্রাথমিক জীবন ও শিক্ষা

ক্রাউস নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার শৈশব অতিবাহিত মধ্যে কানাডার টরন্টো, অন্টারিওতে। তিনি ইহুদি পরিবারের বড় হয়েছেন।[5] ক্রাউস কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে গণিত এবং পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর অনার্স পেয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮২ সালে পদার্থবিজ্ঞানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি সম্পন্ন করেন।[6][7]

তথ্যসূত্র

  1. "Alumni notes" (PDF)। MIT। সংগ্রহের তারিখ মে ১৫, ২০১৪
  2. "Welcome to The Origins Project"। Origins.asu.edu। সংগ্রহের তারিখ মার্চ ১৭, ২০১৬
  3. "Lawrence Krauss replaced as director of The Origins Project"The Arizona State Press। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৪
  4. Krauss, Lawrence (জুন ১, ২০১০)। "Faith and Foolishness: When Religious Beliefs Become Dangerous"। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০১৪
  5. Physicist Lawrence Krauss on Our Cosmic Origins, the Beauty of Science, and Outgrowing Religion. Onbeing.org, August 17, 2012
  6. "Lawrence M. Krauss, BSc / 77"cualumni.carleton.ca। Carleton University Alumni Association। এপ্রিল ৭, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০১৪
  7. "Alumni/ae Notes - MIT" (PDF)web.mit.edu। Massachusetts Institute of Technology। ২০০৩। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.