ইলাহি (গান)

"ইলাহি" ২০১৩ বলিউড চলচ্চিত্র ইয়ে জাওয়ানি হে দিওয়ানি এর একটি হিন্দি গান। গানটির সুরকার হল প্রিতম এবং গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং মোহিত চৌহান । গানটি কথাগুলো লেখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানিটির মিউজিক ভিডিওতে বলিউড অভিনেতা রণবীর কাপুর অংশগ্রহণ করেন। গানটি আরেকটি সংস্করণ চলচ্চিত্রের গানের অংশ হিসেবে মুক্তি পায় যেটিতে মোহিত চৌহান কণ্ঠ দিয়েছেন।[1]

"ইলাহি"
ইয়ে জাওয়ানি হে দিওয়ানি অ্যালবাম থেকে
প্রিতম ফিয়াচারিং অরিজিৎ সিং এবং মোহিত চৌহান কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত২৯ এপ্রিল ২০১৩ (2013-04-29) (Full song)
 জুন ২০১৩ (2013-06-06) (Music video)
বিন্যাসসিডি একক, বৈধ ডিজিটাল ডাউনলোড
ধারা
  • পপ
  • কেলট
দৈর্ঘ্য:৫১
লেবেলটি-সিরিজ
গান লেখকঅমিতাভ ভট্টাচার্য
সঙ্গীত রচয়িতাপ্রিতম
ইয়ে জাওয়ানি হে দিওয়ানি track listing
  1. "বদতেমিজ দিল"
  2. "বালাম পিচকারি"
  3. ইলাহি
  4. "কাবিরা"
  5. "দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড"
  6. "সুবাহানাল্লাহ"
  7. "ঘাগড়া"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "Kabira"

মুক্তি এবং সাড়া

গানটি চিলচ্চিত্রের ডিজিটাল সাউন্ডট্র‌্যাক হিসেবে এপ্রিল ২৯, ২০১৩ তারিখে মুক্তি পায়।[2] চলচ্চিত্রের অভিনয়কৃত মুখভর্তি দাড়িসহ রণবীরের একাধিক ছবির সমন্বয়ে কাবিরা গানটি মিউজিক ভিডিওর সাথে মে ৫, ২০১৩ তারিখে মুক্তি দেয়া হয়।[3] গানটির মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে টি-সিরিজ চ্যানেলের মাধ্যমে ইউটিউবে এপ্রিল ৬, ২০১৩ সালে মুক্তি দেয়া হয়। [4]

তথ্যসূত্র

  1. "Ilahi Full Video Song – Yeh Jawaani Hai Deewani"Koimoi। ১০ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫
  2. "Kabira – Yeh Jawaani Hai Deewani (Original Motion Picture Soundtrack)"iTunes। ২৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫
  3. "'Yeh Jawaani Hai Deewani' new stills: Check out Ranbir Kapoor's new bearded look"IBNLive। ৫ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫
  4. "Ilahi Yeh Jawaani Hai Deewani Full Video Song – Ranbir Kapoor, Deepika Padukone"T-Series। YouTube। ৬ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.