ইস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল
ইস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকান ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্বকারী দল। দলটি এ পর্যন্ত তিনবার কারিকাপের শিরোপা জয় করেছে। তন্মধ্যে একবার যৌথভাবে শিরোপা লাভ করেছিল।
ডিসেম্বর, ১৮৮৯ সালে দলটি প্রথমবারের মতো খেলতে শুরু করে। সুপারস্পোর্ট সিরিজে অংশগ্রহণের কারণে বর্ডার দলের সাথে একীভূত হয় ও অক্টোবর, ২০০৪ সাল থেকে ওয়ারিয়র্স নামে পরিচিতি পাচ্ছে।
সাফল্যগাঁথা
- কারিকাপ (২) - ১৯৮৮-৮৯, ১৯৯১-৯২; যৌথভাবে (১) - ১৯৮৯-৯০
- (বেনসন এন্ড হেজেস) স্ট্যান্ডার্ড ব্যাংক কাপ (২) - ১৯৮৯-৯০, ১৯৯১-৯২
- সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (০) -
- সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (০) -
- জিলেট/নিসান কাপ (৪) - ১৯৭১-৭২, ১৯৭৫-৭৬, ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০
মাঠ
দলটি নিম্নবর্ণিত মাঠগুলো ব্যবহার করে থাকে:
- সেন্ট জর্জেস পার্ক (এ.কে.এ. এক্সেস ডিএসআই ওভাল), পোর্ট এলিজাবেথ (১৮৮৯–বর্তমান)
- ইউনিয়ন গ্রাউন্ড, সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ (১৯৫২-১৯৮৬ মাঝেমধ্যে)
- রোডস বিশ্ববিদ্যালয় গ্রেট ফিল্ড, গ্রাহামসটাউন (দুই খেলা ১৯৭৩-১৯৭৮)
- কেমসলি পার্ক, পোর্ট এলিজাবেথ (মাঝেমধ্যে ব্যবহৃত জানুয়ারি, ১৯৮০ - ডিসেম্বর, ১৯৯৬)
- রোডস বিশ্ববিদ্যালয় প্রসপেক্ট ফিল্ড, গ্রাহামসটাউন (মাঝেমধ্যে ব্যবহৃত ডিসেম্বর, ১৯৮০ - সেপ্টেম্বর, ১৯৯৩)
- ইউটেনহেজ ক্রিকেট ক্লাব এ গ্রাউন্ড, ইউটেনহেজ (ডিসেম্বর, ১৯৮১ - ফেব্রুয়ারি, ১৯৮৯)
- নেলসন ম্যান্ডেলা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ১নং ওভাল, পোর্ট এলিজাবেথ (মাঝেমধ্যে ব্যবহৃত ডিসেম্বর, ১৯৮২ - ফেব্রুয়ারি, ১৯৯৯)
- স্ট্যান্ডার্ড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ক্রাডক (দুই খেলা ১৯৮৫ - ১৯৯১)
তথ্যসূত্র
- South African Cricket Annual – various editions
- Wisden Cricketers' Almanack – various editions
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.