পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ

ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, তৎসংলগ্ন দ্বীপসমূহ ও ওশেনিয়ার দ্বীপসমূহকে সম্মিলিতভাবে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বা ইস্ট ইন্ডিজ বলা হয়। ষোড়শ শতকের দিকে ইউরোপীয়রা পুরো অঞ্চলটিকে এ নামে ডাকত।[1] ভারতের ও হিমালয়ের উত্তরের দেশ চীন, জাপান ও কোরিয়াকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

উইলিয়াম ড্যামপায়ারের ম্যাপ, ১৬৯৭

ইন্ডিজ শব্দটি এসেছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া আবার উদ্ভূত হয়েছে আধুনিক সিন্ধু নদ থেকে। প্রাচীনকালে গ্রীকরা পারস্যের পূর্বে অবস্থিত সকল দেশকে ইন্ডিজ নামে ডাকত। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে হেরোডোটাসের লেখায় এ বিষয়ে প্রমাণ পাওয়া যায়।

তথ্যসূত্র

  1. "ইস্ট ইন্ডিজ" Oxford English Dictionary, দ্বিতীয় খণ্ড, ১৯৮৯। নথিপত্রে শব্দটির প্রথম অস্তিত্ব পাওয়া যায় শেক্সপিয়ার রচিত মেরি ওয়াইভস অব উইন্ডসর, ১৫৯৮ সালে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.