ক্লিও (মিউজ)
গ্রিক পুরাণ অনুসারে ক্লিও (/ˈklaɪ.oʊ/; গ্রিক: Κλειώ; অর্থ: "বিখ্যাত বানানো") যাকে কখনো কখনো ক্লেয়ো[1] বলেও সম্বোধন করা হয়, ছিলেন ইতিহাসের মিউজ.[2]; কোন কোন পুরাণে তাকে সুরের লহরের দেবী বলেও চিহ্নিত করা হয়েছে।[3] অন্যান্য সকল মিউজদের ন্যায় তিনিও ছিলেন দেবতা জিউস এবং টাইটান দেবী নেমোসাইনে-এর সন্তান।

পুরোনো সিনেট চেম্বারে অবস্থিত রথ ঘড়ি যা ১৮১৯ সালে কার্লো ফ্রাঞ্জোনি কর্তৃক 'ইতিহাসের গাড়ি' শিরোনামে দেবী ক্লিও-এর ভাস্কর্য।

আর্টেমসিয়া জেন্টিলিসি অঙ্কিত ক্লিও: ইতিহাসের মিউস চিত্র।

পিয়েরে মিগনার্ড অঙ্কিত ক্লিও চিত্র।
তথ্যসূত্র
- Harvey, Paul (১৯৮৪)। "Clio"। The Oxford Companion to Classical Literature (Revised 1984 সংস্করণ)। Oxford: Oxford University Press। পৃষ্ঠা 110। আইএসবিএন 0-19-281490-7।
- Leeming, David (২০০৫)। "Muses"। The Oxford Companion to World Mythology। Oxford University Press। পৃষ্ঠা 274। আইএসবিএন 978-0-19-515669-0।
- Morford, Mark P. O.; Lenardon, Robert J. (১৯৭১)। Classical Mythology। New York: David McKay Company। পৃষ্ঠা 56–57। আইএসবিএন 0-679-30028-7।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.