কার্তেসীয় স্থানাংক ব্যবস্থা

গণিতে কার্তেসীয় স্থানাংক ব্যবস্থা (প্রতিশব্দ "সমকোণী স্থানাংক ব্যবস্থা"), হল আদিবিন্দু (origin) নামে একটি পূর্বনির্দিষ্ট বিন্দুগামী সমকৈণিক অর্থাৎ পসস্পর সমকোণে অবস্থিত পূর্বনির্দিষ্ট সরলরৈখিক অক্ষগুলি (দ্বিমাত্রিক হলে দুটি, ত্রিমাত্রিক হলে তিনটি) থেকে একই এককে প্রকাশিত লম্বদূরত্ব দ্বারা কোন বিন্দুর অবস্থান বোঝানোর ব্যবস্থা। এই ব্যবস্থায়, বন্ধনীর মধ্য একটি পূর্বনির্দিষ্ট ক্রমে এই দূরত্বগুলির মান লিখে স্থানাঙ্ক প্রকাশ করা হয়। সপ্তদশ শতকে রেনে দেকার্ত এই ব্যবস্থার প্রবর্তন করে ইউক্লিডীয় জ্যামিতিকে বীজগণিতের সঙ্গে সংযুক্ত করে এক গাণিতিক বিপ্লব ঘটান।

কার্তেসিয়ান স্থানাঙ্কের চিত্র. চারটি বিন্দুর স্থানাঙ্ক চিত্রিত করা হয়েছে। (২,৩) সবুজ, (−৩,১) লাল, (−১.৫,−২.৫) নীল, এবং অরিজিন বা আদিবিন্দু (০,০) বেগুনী।

স্থানাংকের অক্ষ

গণিতে কোন তথ্যের জ্যামিতিক লেখচিত্র আঁকার জন্য পরস্পরকে ছিন্নকারী একটি উল্লম্ব ও একটি অনুভূমিক রেখা আঁকা হয়। এই রেখা দুইটিকে স্থানাংকের অক্ষ বলে এবং এদের ছেদনবিন্দুকে মূলবিন্দু বলে।

তথ্যসূত্র

    পাদটীকা

    • Descartes, René. Oscamp, Paul J. (trans). Discourse on Method, Optics, Geometry, and Meteorology. 2001.

    গ্রন্থপঞ্জী

    • Morse PM, Feshbach H (১৯৫৩)। Methods of Theoretical Physics, Part I। New York: McGraw-Hill। পৃষ্ঠা 656। আইএসবিএন [[Special:BookSources/0-07-043316-X, LCCN 52-11515|0-07-043316-X, [[Library of Congress Control Number|LCCN]] [http://lccn.loc.gov/52011515 52-11515]]] |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)
    • Margenau H, Murphy GM (১৯৫৬)। The Mathematics of Physics and Chemistry। New York: D. van Nostrand। পৃষ্ঠা 177। LCCN 55-10911
    • Korn GA, Korn TM (১৯৬১)। Mathematical Handbook for Scientists and Engineers। New York: McGraw-Hill। পৃষ্ঠা 55–79। LCCN 59-14456, ASIN B0000CKZX7।
    • Sauer R, Szabó I (১৯৬৭)। Mathematische Hilfsmittel des Ingenieurs। New York: Springer Verlag। পৃষ্ঠা 94। LCCN 67-25285
    • Moon P, Spencer DE (১৯৮৮)। "Rectangular Coordinates (x, y, z)"। Field Theory Handbook, Including Coordinate Systems, Differential Equations, and Their Solutions (corrected 2nd ed., 3rd print ed. সংস্করণ)। New York: Springer-Verlag। পৃষ্ঠা 9–11 (Table 1.01)। আইএসবিএন 978-0387184302।

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.