বাচ্চা
যখন একটি মানব সন্তান তার মায়ের কাছ থেকে যখন জন্মগ্রহণ করে তখন সে মানব সন্তান বাচ্চা বা ইংরেজীতে বেবি নামে পরিচিত। একটি নতুন অাগত বাচ্চাকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বাচ্চা বলে ডাকা হয়। তাদেরকে ৩ বছর পর্যন্ত শিশু বলে অবিহিত করা হয় এবং এটি ততক্ষণ পর্যন্ত অভিহিত করা হয় যতক্ষণ পর্যন্ত তাদের কে বিদ্যালয়ে ভর্তি করে না দেওয়া হয়।

একটি বাচ্চা

একটি ঘুমন্ত বাচ্চা
![]() |
উইকিমিডিয়া কমন্সে Babies সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
শৈশবকাল মানব জীবনের ১ম ধাপ। বিষেজ্ঞদের মতে এ সময়ে তারা হাঁটা চলা এবং কথা বলতে শুরু করে। যখন তারা হাঁটতে শুরু করে তখন তারা অাস্তে সব করতে শিখে।সচারচর ১ থেকে ৩ বৎসর পর্যন্ত শৈশবকাল চলে।
বাচ্চা এমন একটি শব্দ যেখানে ছেলা কিংবা মেয়ে সন্তানের উল্লেখ নেই।ছেলে এবং মেয়ে উভয় সন্তানকেই তখন সমান দৃষ্টিতে দেখা হয়।
তথ্যসূত্র
- Baby Pictures Newborns, Infants and Toddlers
- Kids Height/Weight Calculator by Parenting Nation
- Baby Foods Guide Benefits of Organic Baby Food
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.