আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা (জন্ম ১৪ সেপ্টেম্বর ১৯৮৪) একজন ভারতীয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী। ২০১২ সালে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা খুরানা সুজির সরকার পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র ভিকি ডোনারে অভিনয়ের মাধ্যেম বলিউডে পা রাখেন। চলচ্চিত্রটি ব্যাবসায়িকভাবে সাফল্য অর্জন করে।[1][2]

আয়ুষ্মান খুরানা
২০১৮ সালে অন্ধধুন চলচ্চিত্রের প্রচারণায় খুরানা
জন্ম (1984-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৮৪
পেশাটেলিভিশন উপস্থাপক, অভিনেতা, গায়ক, ভিজে, সাবেক আরজে, লেখক
কার্যকাল২০০২-২০০৭ (মঞ্চনাটক)
২০০৭-২০০৮ (রেডিও)
২০০৮-বর্তমান (টেলিভিশন উপস্থাপক)
২০১২- বর্তমান (অভিনেতা)
দাম্পত্য সঙ্গীতাহিরা কাশ্যপ
পিতা-মাতাপি.খুরানা, মিসেস পুনম খুরানা
আত্মীয়অপারশক্তি খুরানা (ভাই)

প্রাক জীবন

খুরানা চন্ডীগড়ে পুনম এবং পি খুরানার ঘরে জন্মগ্রহণ করেন।[3] তিনি চন্ডীগড়ের সেন্ট জন্স হাই স্কুল এবং ডাভ কলেজে পড়াশোনা করেছেন।[4] তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন।[5]

অভিনয় জীবন

চলচ্চিত্র তালিকা

সাল নাম চরিত্র টীকা
২০১২ ভিকি ডোনার ভিকি অরোরা
২০১৩ নৌটাংকি শালা রাম পারমার
২০১৪ বেয়াকুফিয়া মোহিত চাড্ডা
২০১৫ হাবাইজাদা শিভকর বাপুজি তালপাড়ে
দম লাগাকে হাসো প্রেম প্রকাশ তিওয়ারি
২০১৭ মেরি পেয়ারি বিন্দু অভিমন্যু রায়
বরেলি কি বরফি চিরাগ দুবেই
শুভ মঙ্গল সাবধান মুদিত শর্মা
২০১৮ অন্ধধুন আকাশ
আর্টিকেল ১৫ আইপিএস অফিসার আয়ন রঞ্জন
২০১৯ ড্রিম গার্ল লোকেশ বিশত / লাজবন্তী খুরানা
বালা বালা

ব্যক্তিগত জীবন

তাহিরা কাশ্যপের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে তাহিরা কাশ্যপের স্তন ক্যান্সার ধরা পড়ে। [6]

তথ্য উৎস

  1. "Vicky Donor is a HIT"। Indicine.com। ২০১৯-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১০
  2. "Vicky Donor gets very good reviews from film critics - Filmibeat ."। Entertainment.oneindia.in। ২০১২-০৪-২৩। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১০
  3. "I've evolved as an actor: Ayushmann Khurrana"IANSThe Express Tribune। ২৮ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬
  4. "Ayushmann's Portfolio Pics"The Times of India। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬
  5. "Lesser known facts about Ayushmann Khurrana"The Times of India। ২১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬
  6. "বলিউড তারকার স্ত্রীর ক্যান্সার"। প্রথম আলো। ২৪ সেপ্টেম্বর ২০১৮।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.