বালা (২০১৯-এর চলচ্চিত্র)

বালা হল একটি আসন্ন হিন্দি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ভূমি পেড়নেকরইয়ামি গৌতম। চলচ্চিত্রটি দম লাগাকে হ্যায়সাশুভ মঙ্গল সাবধান এর পর আয়ুষ্মান-ভূমির তৃতীয় চলচ্চিত্র এবং ভিকি ডোনর এর পর আয়ুষ্মান-ইয়ামির দ্বিতীয় চলচ্চিত্র।[1]

বালা
বালা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅমর কোশিক
প্রযোজকদিনেশ ভিজন
রচয়িতানীরেন ভাট্ট
শ্রেষ্ঠাংশেআয়ুষ্মান খুরানা
ভূমি পেড়নেকর
ইয়ামি গৌতম
সুরকারশচীন - জীগার
চিত্রগ্রাহকঅনুষ রাজেকর ধাওয়ান
সম্পাদকহেমন্তি সরকার
প্রযোজনা
কোম্পানি
এএ ফিল্মস

ম্যাডলক ফিল্মস

জিও স্টুডিওস
মুক্তি৭ নভেম্বর ২০১৯
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়ে

নির্মাণ

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় ২০১৯ সালের মে মাসের ৬ তারিখ থেকে।[2][3][4]

বিপণন ও মুক্তি

চলচ্চিত্রটি ২০১৯ সালের ২২ নভেম্বর মুক্তি পাবে।[5][6]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.