আরি

আরি (The Arri Group) ১৯১৭ সাল থেকে বিশ্বের বৃহত্তম উচ্চমানের চলচ্চিত্র সরঞ্জাম প্রস্তুতকারক। প্রতিষ্ঠাতা আউগুস্ট আর্নল্ড ও রবার্ট রিশটারের নামে জার্মানির মিউনিখ-ভিত্তিক প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়ছে। বর্তমানে প্রায় সমস্ত চলচ্চিত্র ক্যামেরাতে আরি কোম্পানির উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করা হয়। কোম্পানিটি বহুবার কারিগরি বিভাগে অস্কার পুরস্কার লাভ করেছে।

আর্নল্ড অ্যান্ড রিশটার সিনে টেশনিক
প্রাইভেট
শিল্পচলচ্চিত্র সরঞ্জাম
প্রতিষ্ঠাকাল১৯১৭
সদরদপ্তরমিউনিখ,জার্মানি
প্রধান ব্যক্তি
আউগুস্ট আর্নল্ড, প্রতিষ্ঠাতা
রবার্ট রিশটার, প্রতিষ্ঠাতা
পণ্যসমূহমুভি ক্যামেরা
চলচ্চিত্র আলোকসম্পাত
আরিলেজার
আরিস্ক্যান
আয়২১ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার (২০০৪)
কর্মীসংখ্যা
১০৫৮ (২০০৪)
ওয়েবসাইটwww.arri.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.