অ্যাপোলো (মহাশূন্য অভিযান)

অ্যাপোলো মহাশুন্য অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা পরিচালিত একাধিক মহাকাশ অভিযান প্রকল্পের নাম। এই প্রকল্পের অ্যাপোলো ১১ অভিযানের মাধ্যমেই চাঁদে প্রথম মানুষের পা পড়ে। মার্কিন রাষ্ট্রপতি জন এফ. কেনেডির পরিকল্পনা থেকে এই অভিযানের শুরু ১৯৬১ সালের ২৫শে মে থেকে।[1][2] এই প্রকল্পের ৫টি মহাশুন্য খেয়া যান চাঁদে সফল ভাবে অবতরন করে। এই প্রকল্প থেকেই চাঁদে ১২ জন মানুষের পা পড়েছে। ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত চালানো হয়েছে বিখ্যাত এই মহাকাশ অভিযান প্রকল্প। এই মহাকাশ প্রকল্পের অ্যাপোলো ১১ এর নভোচারীরা ১৯৬৯ সালের ২০শে জুলাই চাঁদে অবতরণ করে। অ্যাপোলো ১৭ মহাকাশ যান চাঁদে অবতরণ করা সর্বশেষ মানুষ্যবাহী নভোযান।

অ্যাপোলো মিশন
অ্যাপোলো ১১ এর নভোচারী বাজ অলড্রিনের চাদে অবতরন (জুলাই ১৯৬৯)

তথ্যসূত্র

  1. Kennedy, John F."Special Message to the Congress on Urgent National Needs". jfklibrary.org, May 25, 1961.
  2. Murray and Cox, Apollo, pp. 16-17.

আরও পড়ুন

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.