অ্যাপোলো
অ্যাপোলো (Ἀπόλλων, Apollōn (GEN Ἀπόλλωνος) গ্রিক ও রোমক পুরাণে রোগ নিরাময়কারী, ভবিষ্যৎ বক্তা, সঙ্গীত ও জ্ঞানের দেবতা হিসেবে পরিচিত। অ্যাপোলো জিউস এবং লেটোর পুত্র। অ্যাপোলো ও আর্টেমিস যমজ ভাই-বোন ছিলেন। অ্যাপোলো তার বহুমুখী চরিত্রের কারণে বারো অলিম্পিয়ানদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে স্বীকৃত হয়ে আছেন।
রোমান পুরাণ পরম্পরা |
---|
প্রধান দেবতা |
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা |
বারো অলিম্পিয়ান |
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস |
অ্যাপোলো | |
---|---|
সঙ্গীত, কাব্য, মহামারী, ওর্যাকল, ঔষধ, আলো ও জ্ঞানের দেবতা | |
![]() বীণা ও পাইথন নামক সর্পধারী অ্যাপোলো; রোমান মূর্তি, খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দী। | |
আবাস | মাউন্ট অলিম্পাস |
প্রতীক | লায়ার, লরেল মালা, দাঁড় কাক, ধনুর্বাণ |
সহোদর | আর্টেমিস |
সন্তান | অ্যাস্লেপিয়াস, ট্রলিয়াস, অ্যারিস্টেয়াস, ওর্ফিউস |
রোমান সমমান | অ্যাপোলো |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.