আদনানি আরব
আদনানি আরব প্রাচীন আরবের একটি বংশগত সম্প্রদায়। আরব বংশলতিকা ঐতিহ্য অণুযায়ী আদনানিরা “আরবায়িত আরব” যারা আদনানের বংশধর।[1] আদনান ছিলেন নবী ইসমাইল (আ) এর সরাসরি বংশধর। ইসমাইল (আ) এর শৈশবাবস্থায় তার মা হাজেরা (আ) সহ মক্কায় আসার পর দক্ষিণের কাহতানি আরবরা মক্কায় এসে বসতি স্থাপন করেছিল। আদনান নবী ইসমাইল (আ) এর সরাসরি বংশধর হওয়ায় আদনানিরা নবী ইবরাহিম (আ) এর বংশধর। শেষ নবী মুহাম্মদ (সা) আদনানি আরব ছিলেন।
আরও দেখুন
- কাহতানি আরব
- আদনান
তথ্যসূত্র
- Parolin, Gianluca P. (২০০৯)। Citizenship in the Arab World: Kin, Religion and Nation-State। পৃষ্ঠা 30। আইএসবিএন 978-9089640451।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.