২০১৮ শীতকালীন প্যারালিম্পিক

২০১৮ শীতকালীন প্যারালিম্পিক (১২তম প্যারালিম্পিক শীতকালীন গেমস) হল একটি আন্তর্জাতিক শীতকালীন বহু-ক্রীড়া প্রতিযোগিতা, যা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য ২০১৮ সালের ৯-১৮ মার্চ দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাঙে অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর ২০০৯ এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তিনটি দরপত্র গ্রহণ করে, যেখানে তারা ২০১৮ শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের অধিকারের জন্য সাধ্যমতো চেষ্টা করে।[2] ২০১০ সালের ২২ জুন তিনটি দরপত্রই স্বাগতিকের জন্য নির্বাচিত হয় এবং ২০১১ সালের ৬ জুন দক্ষিণ আফ্রিকার ডারবানে ১২৩তম আইওসি সেশন শেষে বিজয়ী স্বাগতিক শহর হিসাবে পিয়ংচ্যাঙের নাম ঘোষণা করা হয়।

১২তম শীতকালীন প্যারালিম্পিক
পিয়ংচ্যাঙ ২০১৮ শীতকালীন প্যারালিম্পিক অফিসিয়াল লোগো
পিয়ংচ্যাঙ ২০১৮ শীতকালীন প্যারালিম্পিক অফিসিয়াল লোগো
স্বাগতিক শহরপিয়ংচ্যাঙ, দক্ষিণ কোরিয়া
নীতিবাক্যPassion. Connected.
Korean: 하나된 열정.
বিষয়সমূহ৫ টি ক্রীড়ার ৮০ টি বিষয়[1]
উদ্বোধনী অনুষ্ঠান৯ মার্চ
সমাপ্তি অনুষ্ঠান১৮ মার্চ
পারালিম্পিক স্টেডিয়ামপিয়ংচ্যাঙ অলিম্পিক স্টেডিয়াম
শীতকালীন:
<  সোচি ২০১৪ বেইজিং ২০২২  >

নিলাম প্রক্রিয়া

পিয়ংচ্যাঙ ২০১৮ শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের স্বাগতিক হওয়ার জন্য পরপর তৃতীয় বার নিলাম ডাকে, এবং পরিশেষে জয়ী হয়। এছাড়া স্বাগতিকের জন্য মিউনিখও নিলাম ডেকেছিল। অ্যান্নেচি নিলাম ডাকলেও স্থানীয় সহযোগিতার অভাবে ব্যর্থ হয়। তাদের দরপত্র মাত্র ৭ ভোট পায়।

মাঠসমূহ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. , International Paralympic Committee (IPC)
  2. Applicant Cities, International Paralympic Committee (IPC)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.