২০১৫ এএফসি এশিয়ান কাপ
২০১৫ এএফসি এশিয়ান কাপ এএফসি এশিয়ান কাপের ১৬তম আসর যা একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যার আয়োজন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মত এশিয়া মহাদেশের বাইরে অনুষ্ঠিত হবে। এটি এএফসি সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়াতে ৯ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।[1] এই টুর্নামেন্টে বিজয়ী দল ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।
![]() | |
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখসমূহ | ৯ – ৩১ জানুআরি |
দলসমূহ | ১৬ |
ভেন্যু(সমূহ) | ৫ (৫টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ৩২ |
গোল সংখ্যা | ৮৫ (ম্যাচ প্রতি ২.৬৬টি) |
উপস্থিতি | ৭,০৫,৭০৫ (ম্যাচ প্রতি ২২,০৫৩ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() (৫ গোল) |
সেরা খেলোয়াড় | ![]() |
সেরা গোলরক্ষক | ![]() |

২০১৫ এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণকারী দেশসমূহের ফলাফল
চ্যাম্পিয়ন রানার আপ
|
তৃতীয় অবস্থান চতুর্থ অবস্থান
|
কোয়ার্টার ফাইনাল গ্রুপ পর্ব |
এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ম্যাচ বল নাইকের অরডেম।
তথ্যসূত্র
- "AFC Asian Cup 2015 venues and schedule unveiled"। the-afc.com।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.