হিন্দুপুর লোকসভা কেন্দ্র

হিন্দুপুর লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ২৫ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তেলুগু। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৪৪৬,৪৯৯ জন৷

হিন্দুপুর লোকসভা কেন্দ্র
অন্ধ্রপ্রদেশএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২০ নং স্থানে হিন্দুপুর
অস্তিত্ব১৯৫৭-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদকুরুবা গোরন্টলা মাধব
রাজনৈতিক দলযুবজন শ্রমিক রায়তু কংগ্রেস পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যঅন্ধ্রপ্রদেশ
মোট ভোটদাতা১,৪৪৬,৪৯৬[1]
বিধানসভা কেন্দ্র৭টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার দক্ষিণ দিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[2]

ইতিহাস

হিন্দুপুর লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের ১৭৫ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[3] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য অন্ধ্রপ্রদেশের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ১টি বিধানসভা কেন্দ্রই (মড়কশির) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

রাপ্তাড়ু বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

মড়কশির বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

হিন্দুপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫৭ নং বিধানসভা কেন্দ্র৷ এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পেনুকোণ্ডা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫৮ নং বিধানসভা কেন্দ্র। এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পুট্টাপর্তি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫৯ নং বিধানসভা কেন্দ্র। এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

ধর্মবরম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬০ নং বিধানসভা কেন্দ্র। এটি অসংরক্ষিত আসন৷ এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷

কাদিরী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬১ নং বিধানসভা কেন্দ্র। এটি অসংরক্ষিত আসন। এটি অনন্তপুর জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র

  1. https://www.news18.com/amp/lok-sabha-elections-2019/andhra-pradesh/hindupur-election-result-s01p05/
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯
  3. http://www.elections.in/andhra-pradesh/parliamentary-constituencies/hindupur.html?utm_source=from_pctrack
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.