সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান (SGNP), পূর্বনাম বোরিবালি জাতীয় উদ্যান,[2] মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইের উত্তরাংশের উপনগর বোরিবালিতে অবস্থিত একটি বৃহৎ সংরক্ষিত অঞ্চল।[3][4] এই অঞ্চলটির আয়তন ১০৪ কিমি২ (৪০ মা২) এবং এর তিন পাশে ভারতের সর্বোচ্চ জনঘনত্ব যুক্ত শহর দ্বারা পরিবেষ্টিত। এই উদ্যানটি ভারতের গুরুত্বপূর্ণ ও বৃহৎ জাতীয় উদ্যানগুলির একটি এবং মহানগরীর পার্শে অবস্থিত হওয়ায় আরও কৌতূহলপূর্ণ; এটি পৃথিবীর অধিকতম পর্যটক প্রবেশ করে এমন পার্কগুলি অন্যতম। [3]
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান | |
---|---|
SGNP, Borivali National Park | |
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
উদ্যানের প্রধান প্রবেশ পথ | |
অবস্থান | বোরিবালি, মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
স্থানাঙ্ক | ১৯°১৫′ উত্তর ৭২°৫৫′ পূর্ব |
আয়তন | ১০৪ বর্গকিলোমিটার (৪০ মা২)[1] |
স্থাপিত | ১৯৬৯ |
www |
সমৃদ্ধ প্রাণী ও উদ্ভিকুল সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে প্রতি বছর প্রায় ২ মিলিয়ন দর্শক জোটাতে সাহায্য করে। তাছাড়াও পর্যটকগণ উদ্যানেই অবস্থিত ২৪০০ বছর পুরনো কানহেরি গুহা উদ্যানের আরও এক আকর্ষণ।
ইতিহাস

সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান প্রায় ৪শতক পিরনো ইতিহাসের ধারক ও বাহক। প্রাচীন ভারতে সোপারা ও কল্যাণ নামক দুটি প্রধান বন্দর ছিল, যার দ্বারা গ্রীস ও মেসোপটেমিয়ার মতো প্রাচীন সাংস্কৃতিক দেশের সাথে বাণিজ্য চলতো। এই বন্দর দুটির মধ্যস্থ প্রায় ৪৫ কিমি রাস্তার কিছু অংশ বর্তমান উদ্যানটির জঙ্গল ছিল। [5]
এই উদ্যানে অবস্থিত কানহেরি গুহাটি ৯ম দশক ও ১ম শতকে বুদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ যাত্রা স্থানে পরিণত হয়েছিল।[6][7]
আগে এই উদ্যনটির নাম কৃষ্ণাগিরি জাতীয় উদ্যান ছিল।
তথ্যসূত্র
- "Mumbai Plan"। Department of Relief and Rehabilitation (Government of Maharashtra)। ১০ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬।
- Why deny our British past; 10 January 2002; Mid-DAY Newspaper
- http://www.indianexpress.com/ie/daily/19980604/15551494.html
- http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980528/14850674.html
- "ঐতিহাসিক তথ্য"। সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। Sanjaygandhinationalpark.net.। ৮ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- "কানহেরি গুহা"। ১২ মে ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- "মুম্বাইয়ের কানহেরি গুহা"। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।