লক্ষ্মীসরাই
লক্ষ্মীসরাই (ইংরেজি: Lakhisarai) ভারতের বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
লক্ষ্মীসরাই | |
---|---|
জেলা | |
![]() ![]() লক্ষ্মীসরাই | |
স্থানাঙ্ক: ২৫°১০′৪″ উত্তর ৮৬°৫′৪০″ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | বিহার |
জেলা | লক্ষ্মীসরাই |
সরকার | |
• শাসক | পৌর পরিষদ |
আয়তন | |
• মোট | ১২২৮ কিমি২ (৪৭৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯৯,০০০ |
• ক্রম | বিহারে ২২ তম |
• জনঘনত্ব | ৬৫৩/কিমি২ (১৬৯০/বর্গমাইল) |
ভাষা | |
• কথিত | মগহী, হিন্দি[1] |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৮১১৩১১ |
নিকটবর্তী শহর | মুঙ্গের |
লিঙ্গ অনুপাত | ০.৯২ ♂/♀ |
স্বাক্ষরতা | ৬০.৯৬% |
লোকসভা নির্বাচকমণ্ডলী | মুঙ্গের |
বিধান সভা নির্বাচকমণ্ডলী | লখীসরাই |
সিভিক এজেন্সি | মিউনিসিপাল কাউন্সিল |
ওয়েবসাইট | lakhisarai |
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে লখীসরাই শহরের জনসংখ্যা হল ৭৭,৮৪০ জন।[2] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৫০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৫৯% এবং নারীদের মধ্যে এই হার ৩৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে লখীসরাই এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
- "lakhisarai- surajgarha" (ইংরেজি ভাষায়)। detailsofindia.com। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪।
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.