বাদশা (১৯৯৯-এর চলচ্চিত্র)
বাদশা (হিন্দি: बादशाह, উর্দু: بادشاہ, ইংরেজি: Badshah - King) এটি আব্বাস-মুস্তান যুগল পরিচালিত ১৯৯৯ সালের একটি বলিউড কমেডি চলচ্চিত্র। ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, টুইংকল খান্না, রাখী ও অমরিশ পুরি। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। এবং শাহরুখ খান তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এর সেরা কমিক ভূমিকায় মনোনয়ন লাভ করেন। এটিতে অন্য সমসাময়িক চলচ্চিত্র এর প্রভাব আছে যেমন মি নাইস গাই, নাইস অফ টাইম, রাশ আওয়ার ও হু অ্যাম আই।
বাদশা | |
---|---|
![]() বাদশা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | আব্বাস-মুস্তান |
প্রযোজক | ভাওয়ার জাইন গিরিশ জাইন |
কাহিনীকার | নীরাজ ভরা শ্যাম গযেল |
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান টুইংকল খান্না রাখী অমরিশ পুরি |
সুরকার | অনু মালিক |
চিত্রগ্রাহক | থমাস জাভিয়ার |
সম্পাদক | হুসাইন বুর্মাওয়ালা |
পরিবেশক | বি৪ইউ এন্টারটেনমেন্ট ইরোস এন্টারটেনমেন্ট |
মুক্তি | ২৭ আগস্ট, ১৯৯৯ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹১১ কোটি[1] |
আয় | ₹১৪ কোটি[2] |
শ্রেষ্ঠাংশে
- শাহরুখ খান - রাজ/বাদশা
- টুইংকল খান্না - সীমা মালহোত্রা
- রাখী - গায়াত্রী বচ্চন
- জনি লিভার - রামলাল
- শশিকলা - বাদশা'র মা
- সচিন খেদেকার - তয়াগ্রাজ বচ্চন
- পঙ্কজ ধীর - খান্না
- দীপশিখা - রানী
- সারাট সাক্সেনা - মতি
- সৌরভ শুক্লা - সাক্সেনা
- প্রেম চোপড়া - সিবিআই প্রধান
- দীপক তিজোরী - দীপক মালহোত্রা
- অমরিশ পুরি - সুরজ সিংহ থাপার
- অভতার গিল - কে. ঝুনঝুনওয়ালা
- রাজ্জাক খান - মানিকচাঁদ
- বিজু খতে - বিজু
- অমৃত পাতেল - টম আঙ্কল
- দিনেশ হিঙ্গু ডা. রুস্তম
- দিনয়ার কনট্রাকটর - ক্যাসিনো ম্যানাজের
- আদি ইরানি - আদি চোপড়া
- মহাভির শাহ - একজন পুলিশ অফিসার
- নীরাজ ভরা - সিবিআই ডা. রুসি সুর্তি
- কিরণ জাভেরী - শীতল
- সুধীর - রকি
- হার্পাল - ভোলা
- চার্লি - উকি লাল
- অনিল নাগ্রাথ - চেটিয়া
- যোগী - একজন সিকিউরিটি গার্ড
- রবার্ট স্লাটার - ভৃত্য ১
- প্রভীন ভৃত্য ২
- পারভেজ - একজন পুলিশ অফিসার
- শক্তি কাপুর -
- বেবি কারিশমা - সনু
- অনন্ত মহাদেভান - শেঠ. মহেন্দ্র
সংগীত
সাউন্ড ট্র্যাক
বাদশাহ | ||||
---|---|---|---|---|
আনু মালিক কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১ জুলাই ১৯৯৯[3] | |||
ঘরানা | Film soundtrack | |||
সঙ্গীত প্রকাশনী | ভেনাস রেকর্ডস & টেপস | |||
আনু মালিক কালক্রম | ||||
| ||||
|
চলচ্চিত্রটিতে ৬ টি গান রয়েছে যেগুলো অনু মালিক সুর করেছে। বেশিরভাগ গান গেয়েছে অভিজিৎ।
নং. | শিরোনাম | শিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ম্যায় তো হু পাগাল" | অভিজিৎ ভট্টাচার্য, শাহরুখ খান | ০৬:১৮ |
২. | "ও লাড়কি জো" | অভিজিৎ ভট্টাচার্য | ০৭:০৪ |
৩. | "মোহাব্বত হো গায়ি হ্যায়" | অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক | ০৬:০০ |
৪. | "হাম তো দিওয়ানে হুয়ে" | অভিজিৎ ভট্টাচার্য, অলকা ইয়াগনিক | ০৬:৫৬ |
৫. | "বাদশা ও বাদশা" | অভিজিৎ ভট্টাচার্য | ০৬:৩৭ |
৬. | "ও বেবি" | অনু মালিক | ০৬:৫৪ |
মোট দৈর্ঘ্য: | ৩৯:৪৯ |
বক্স অফিস
স্থান | আয় |
---|---|
ভারত | নেট আয়: ₹১৪.৮৭ কোটি (US$২.০৭ মিলিয়ন) |
বিনিয়োগকারীর শেয়ার: ₹৮.১৮ কোটি (US$১.১৪ মিলিয়ন) | |
মোট আয়: ₹২৫.০৮ কোটি (US$৩.৪৯ মিলিয়ন) | |
আন্তর্জাতিক (ভারতের বাইরে) |
$১.৫ মিলিয়ন (₹৬.৫৩ কোটি) |
বিশ্বব্যাপী | ₹৩১.৬০ কোটি (US$৪.৪ মিলিয়ন) |
সম্মান
এই চলচ্চিত্রের পর শাহরুখ খানের অন্য নাম হিসেবে বলিউডের বাদশাহ দেয়া হয়।
তথ্যসূত্র
- "Baadshah Budget"। Box Office India। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫।
- "Baadshah Box office"। Box Office India। ২২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৫।
- "Baadshah (Original Motion Picture Soundtrack)"। iTunes।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাদশা
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.