দেবদাস (২০০২-এর বাংলা চলচ্চিত্র)
দেবদাস শক্তি সামন্ত পরিচালিত ২০০২ সালের বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিয়োগাত্মক উপন্যাস দেবদাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শক্তিপদ রাজগুরু ও শক্তি সামন্ত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পার্বতী চরিত্রে অর্পিতা পাল এবং চন্দ্রমুখী চরিত্রে ইন্দ্রানী হালদার।[1][2]
দেবদাস | |
---|---|
দেবদাস চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | শক্তি সামন্ত |
চিত্রনাট্যকার |
|
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক দেবদাস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | বাবুল বোস |
চিত্রগ্রাহক | নন্দু ভট্টাচার্য্য |
সম্পাদক | সুধীর ভার্মা |
মুক্তি | ২০০২ |
দৈর্ঘ্য | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কুশীলব
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - দেবদাস মুখার্জি
- অর্পিতা পাল - পার্বতী
- ইন্দ্রানী হালদার - চন্দ্রমুখী
- তাপস পাল - চুনীলাল
- অমরনাথ মুখার্জী
- মনোজ মিত্র
- মৃণাল মুখার্জী
- মনু মুখার্জী
- যীশু সেনগুপ্ত
- শম্ভু ভট্টাচার্য্য
- অরিন্দম শীল
- প্রবীর সিংহরায়
- চেতনা দাস
সঙ্গীত
দেবদাস চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। গীত রচনা করেছেন মুকুল দত্ত। গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, বাবুল সুপ্রিয় ও কুমার শানু।
তথ্যসূত্র
- মারিয়া, শান্তা (১৪ ফেব্রুয়ারি ২০১৬)। "'দেবদাস' - বাঙালির প্রেমের অমর আখ্যান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
- "কালে কালে যত 'দেবদাস'"। বাংলাদেশ প্রতিদিন। ১২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.