কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল কোলকাতার বার্ষিক চলচ্চিত্র উৎসব।
![]() কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লোগো | |
অবস্থান | কলকাতা, ভারত |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৫ |
পুরষ্কারসমূহ | গোল্ডেন / সিলভার বিয়ার |
চলচ্চিত্র সংখ্যা | ৮ দিন, ৬৩ দেশ, ১৫২ পরিচালক, ১৮৯ চলচ্চিত্র ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হিসেবে |
ওয়েবসাইট | kff |
সময়
প্রতি বছর ১০ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থল
- নন্দন ১ (প্রেস, প্রতিনিধি এবং অতিথি)
- নন্দন ২ (প্রেস, প্রতিনিধি এবং অতিথি)
- নন্দন ৩ (প্রেস, প্রতিনিধি এবং অতিথি)
- শিশির মঞ্চ (প্রেস, প্রতিনিধি এবং অতিথি)
- রবীন্দ্র সদন
- নিউ এম্পায়ার (২০১২ তে নয়)
- গিরিশ মঞ্চ (২০১২ তে নয়)
- মধুসূদন মঞ্চ শুধু FESI সদস্যদের জন্য (২০১২ তে নয়)
- পুর্বশ্রী অডিটোরিয়াম
- ওকাকুরা - রবীন্দ্র ভবন (২০১২ তে নয়)
- সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
- পারাডাইস
- স্টার থিয়েটার
- নবিনা সিনেমা
- মিত্রা সিনেমা
- হীরালাল সেন মঞ্চ [1]
বিভাগ
- আন্তর্জাতিক সিনেমা
- সমস্ত সময়ের মহান
- ভূতাপেক্ষ
- ফোকাস (অঞ্ছল/দেশ)
- শ্রোদ্ধাঞ্জলি
- তথ্যচিত্র
- ভারতীয় নির্বাচন
- এশিয়ান নির্বাচন[2]
- শিশুদের স্ক্রিন
- বিশেষ স্ক্রীনিং
- সংক্ষিপ্ত (কথাসাহিত্য, অ কথাসাহিত্য)
- সম্মান
- আবিষ্কার
প্রকার
- শিশু ও যুব
- বৈশিষ্ট্য ফিল্মস সিনেমা
- তথ্যচিত্র
- ডকুমেন্টারি
- টেলিফিল্মস (মাঝে মাঝে)
প্রবেশ শর্তাবলী
দৈর্ঘ্য সংক্রান্ত কোন সীমাবদ্ধতা নেই; প্রযোজনা দুই বছরের বেশি বয়স্ক নাও হতে পারে।
পুরস্কার ও অ্যাওয়ার্ডস
টেলিভিশন, বাংলাদেশী সিনেমা অ্যাওয়ার্ডস[3]
তথ্যসূত্র
- "Venues 2012"। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- "Categories"। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.