২০১০ ম্যান বুকার পুরস্কার
২০১০ ম্যান বুকার পুরস্কার ঘোষণা করা হয় ২০১০ সালের ১২ অক্টোবর।[1] ম্যান বুকার পুরস্কারের জন্য ১৩টি বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয় ২৭ জুলাই,[2] এবং ৬টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হয়।[1] হাওয়ার্ড জ্যাকবসন তার উপন্যাস দ্য ফিঙ্কলার কোশ্চেনের জন্য ২০১০ ম্যান বুকার পুরস্কার অর্জন করেন।[3][4]
বিচারক প্যানেল
- স্যার অ্যান্ড্রু মোশন
- রোজি ব্লাউ
- ডিবোরা বুল
- টম স্যুটক্লিপ
- ফ্রান্সেস উইলসন
মনোনয়ন (সংক্ষিপ্ত তালিকা)
লেখক | শিরোনাম | ধরন | দেশ | প্রকাশক |
---|---|---|---|---|
পিটার ক্যারি | প্যারট অ্যান্ড অলিভিয়ার ইন আমেরিকা | উপন্যাস | অস্ট্রেলিয়া | ফ্যাবার অ্যান্ড ফ্যাবার |
এমা ডনহিউ | রুম | উপন্যাস | কানাডা | পিকাডর |
ডেমন গ্যালগাট | ইন এ স্ট্রেঞ্জ রুম | উপন্যাস | সাউথ আফ্রিকা | আটলান্টিক বুকস |
হাওয়ার্ড জ্যাকবসন | দ্য ফিঙ্কলার কোশ্চেন | উপন্যাস | যুক্তরাজ্য | ব্লমসবেরি |
আন্ড্রিয়া লেভি | দ্য লং সং | উপন্যাস | যুক্তরাজ্য/জ্যামাইকা | হেডলাইন রিভিউ |
টম ম্যাককার্থি | সি | উপন্যাস | যুক্তরাজ্য | জোনাথন কেপ |
তথ্যসূত্র
- "The 2010 Man Booker Prize for Fiction Shortlist announced"।
- "The Man Booker Dozen longlist of 13 books has been announced"। The Guardian। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১০।
- "The Man Booker Prize 2010 - The Winner"।
- "Booker prize 2010: is Howard Jacobson a worthy winner?"। The Guardian। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.