১৯০৮ কোপা দেল রে
১৯০৮ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের ষষ্ঠ আসর।
৬ষ্ঠ কোপা দেল রে | |
দেশ | ![]() |
---|---|
দল | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | মাদ্রিদ এফসি |
চ্যাম্পিয়ন | মাদ্রিদ এফসি (৪র্থ শিরোপা) |
রানার্স-আপ | ভিগো স্পোর্তিং |
ম্যাচ খেলেছে | ১ |
গোল সংখ্যা | ৩ (ম্যাচ প্রতি ৩টি) |
← ১৯০৭ ১৯০৯ → |
১৯০৭ কোপা দেল রে-এর ম্যাচে মাদ্রিদের ভক্তদের ব্যবহারে বিতৃষ্ণ হয়ে, অ্যাথলেটিকো বিলবাও এই আসরে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও অর্থনৈতিক কারণে কাতালান চ্যাম্পিয়ন এক্স স্পোর্তিং ক্লাব-ও এই আসরে অংশগ্রহণ করেনি। অবশেষে মাত্র দুটি ক্লাব এই আসরে প্রতিযোগিতা করে; যারা হলেন: মাদ্রিদ এফসি এবং ভিগো স্পোর্তিং.
এই আসরের একমাত্র এবং ফাইনাল ম্যাচে ভিগো স্পোর্তিংকে ২–১ গোলে হারিয়ে মাদ্রিদ এফসি ৪র্থ বারের মতো শিরোপা জয়লাভ করে।
ফাইনাল
মাদ্রিদ এফসি | ২–১[1][2][3] | ভিগো স্পোর্তিং |
---|---|---|
সানচেজ নেয়রা ![]() ফেদেরিকো রেভুয়েলতো ![]() |
পোসাদা ![]() |
কোপা দেল রে ১৯০৮ বিজয়ী |
---|
মাদ্রিদ এফসি ৪র্থ শিরোপা |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- আরএসএসএসএফ.কম
- (স্পেনীয়) লিঙ্গুয়াস্পোর্ত.কম
টেমপ্লেট:কোপা দেল রে-এর মৌসুম টেমপ্লেট:১৯০৭–০৮-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৮–০৯-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.