১৯০৮ কোপা দেল রে

১৯০৮ কোপা দেল রে স্পেনের ফুটবল কাপ প্রতিযোগিতা, কোপা দেল রের ষষ্ঠ আসর।

১৯০৮ কোপা দেল রে
৬ষ্ঠ কোপা দেল রে
দেশ স্পেন
দল
বর্তমান চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি
চ্যাম্পিয়নমাদ্রিদ এফসি (৪র্থ শিরোপা)
রানার্স-আপভিগো স্পোর্তিং
ম্যাচ খেলেছে
গোল সংখ্যা (ম্যাচ প্রতি ৩টি)
১৯০৯

১৯০৭ কোপা দেল রে-এর ম্যাচে মাদ্রিদের ভক্তদের ব্যবহারে বিতৃষ্ণ হয়ে, অ্যাথলেটিকো বিলবাও এই আসরে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও অর্থনৈতিক কারণে কাতালান চ্যাম্পিয়ন এক্স স্পোর্তিং ক্লাব-ও এই আসরে অংশগ্রহণ করেনি। অবশেষে মাত্র দুটি ক্লাব এই আসরে প্রতিযোগিতা করে; যারা হলেন: মাদ্রিদ এফসি এবং ভিগো স্পোর্তিং.

এই আসরের একমাত্র এবং ফাইনাল ম্যাচে ভিগো স্পোর্তিংকে ২–১ গোলে হারিয়ে মাদ্রিদ এফসি ৪র্থ বারের মতো শিরোপা জয়লাভ করে।

ফাইনাল

মাদ্রিদ এফসি২–১[1][2][3]ভিগো স্পোর্তিং
সানচেজ নেয়রা  ৪১'
ফেদেরিকো রেভুয়েলতো
পোসাদা  ৮৫'
এস্তাদিও ও'দোনেল, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৪,০০০
রেফারি: আভালোস
কোপা দেল রে ১৯০৮ বিজয়ী
মাদ্রিদ এফসি
৪র্থ শিরোপা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:কোপা দেল রে-এর মৌসুম টেমপ্লেট:১৯০৭–০৮-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা) টেমপ্লেট:১৯০৮–০৯-এ ইউরোপীয় ফুটবল (উয়েফা)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.