হ্যারোল্ড কামিংস

হ্যারোল্ড ওশকালি কামিংস সেগুরা (১ মার্চ ১৯৯২) হলেন পানামার একজন পেশাদার ফুটবলার, যিনি মেজর সকার লীগ ক্লাব সান হোসে আর্থকুয়েকস এবং পানামা জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

হ্যারোল্ড কামিংস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হ্যারোল্ড ওশকালি কামিংস সেগুরা
জন্ম (1992-01-03) ৩ জানুয়ারি ১৯৯২
জন্ম স্থান পানামা সিটি, পানামা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব সান হোসে আর্থকুয়েকস
জার্সি নম্বর ৩১
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
2009–2014 আরাবে উনিদো ৫২ (০)
2011–2012রিভার প্লেত (loan) (০)
2014–2015 হুয়ান অরিখ ১৮ (০)
2015 সান্তা ফে ১২ (০)
2016 এলডি আলাহুয়েলেন্সে ২৪ (১)
2017– সান হোসে আর্থকুয়েকস ১০ (০)
জাতীয় দল
২০১০–২০১১ পানামা অনূর্ধ্ব-২০ (০)
২০১২ পানামা অনূর্ধ্ব-২৩ (০)
২০১০– পানামা ৫১ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৩১ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৩১ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পানামার ২৩ সদস্যের দলে স্থান পান।[1]

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

১০ জানুয়ারি ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
পানামা
সালউপস্থিতিগোল
২০১০
২০১১5
২০১২1
২০১৩11
২০১৪8
২০১৫12
২০১৬6
২০১৭4
২০১৮1
মোট৫১

সম্মাননা

ক্লাব

সান্তা ফে

  • কোপা সুদামেরিকানা: ২০১৫

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:San Jose Earthquakes squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.