হ্যামিল্টন হিল, পশ্চিম অস্ট্রেলিয়া

হ্যামিল্টন হিল (ইংরেজি: Hamilton Hill), হলো পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী শহর পার্থের একটি শহরতলী। শহরতলীটি দক্ষিণ-পশ্চিম দিকে পার্থের কেন্দ্রীয় ব্যবসা জেলার থেকে ২৩ কিলোমিটার (১৪ মা) দূরে অবস্থিত। এটির স্থানীয় সরকারী এলাকাটি হলো কবার্ণ নগর।

হ্যামিল্টন হিল
পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়া
১৯২৫ সালে নির্মিত মেমোরিয়াল হল্, renovated and extended 2008
ভৌগোলিক স্থানাঙ্ক৩২.০৮০° দক্ষিণ ১১৫.৭৭৫° পূর্ব / -32.080; 115.775
জনসংখ্যা9,257 (টেমপ্লেট:CensusAU)[1]
 • জনঘনত্ব১,১৭২/km2 (৩,০৩৫/sq mi)
ডাককোড6163
আয়তন৭.৯ বর্গ কি.মি.(৩.১ বর্গমাইল)
অবস্থান
  • পার্থ শহর থেকে SW দিকে ২৩ কি.মি. (১৪ মা.) দূরে
  • ফ্রীম্যান্টেল থেকে S দিকে ৫ কি.মি. (৩ মা.) দূরে
স্থানীয় সরকারকবার্ণ নগর
রাজ্য নির্বাচনী এলাকাফ্রীম্যান্টেল, উইলাজী
কেন্দ্রীয় বিভাগফ্রীম্যান্টেল
Localities around হ্যামিল্টন হিল:
দক্ষিণ ফ্রীম্যান্টেল বেকন্সফিল্ড
হিল্টন
স্যামসন
উত্তর কূগী হ্যামিল্টন হিল কুলবেল্লাপ
স্পেয়ারউড স্পেয়ারউড বিব্রা লেক্
নিউ মার্কেট হোটেল, ঘোড়দৌড় শিল্পের জন্য একটি স্থানীয় জনপ্রিয় ফোকাল পয়েন্ট।

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Census 2006 AUS
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.