হোর্হে লুইস বোর্হেস

হোর্হে লুইস বোর্হেস (স্পেনীয়: Jorge Luis Borges; আগস্ট ২৪, ১৮৯৯ – জুন ১৪, ১৯৮৬) ছিলেন একজন প্রথিতযশা আর্জেন্টিনীয় সাহিত্যিক। বিংশ শতাব্দীর সবচাইতে কৃতি ও প্রভাবশালী লেখকদের মাঝে তাকে গণ্য করা হয়। যদিও তিনি তার ছোটগল্পের জন্যই বেশি বিখ্যাত, বোর্হেস একাধারে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও সাহিত্য সমালোচনা লিখে গেছেন। তিনি সফল অনুবাদকও ছিলেন। জীবনের অনেকখানি সময় তিনি অন্ধ অবস্থায় অতিবাহিত করেন।

১৯৬৮ সালে প্যারিসের লোতেলে বোর্হেস
হোর্হে লুইস বোর্হেস
জন্মহোর্হে ফ্রান্সিস্কো ইসিদোরো লুইস বোর্হেস
Jorge Francisco Isidoro Luis Borges
(১৮৯৯-০৮-২৪)২৪ আগস্ট ১৮৯৯
বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
মৃত্যু১৪ জুন ১৯৮৬(1986-06-14) (বয়স ৮৬)
জেনেভা, সুইজারল্যান্ড
পেশালেখক, কবি, সাহিত্য সমালোচক, লাইব্রিয়ান
ভাষাস্প্যানীয়
জাতীয়তাআর্জেন্টিনীয়
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.