হোমিওস্ট্যাটিস

হোমিওস্ট্যাটিস (ইংরেজি: Homeostasis also spelled homoeostasis (বুৎপত্তি Greek: ὅμοιος homœos, "সম" and στάσις stasis, "অবস্থায় রয়েছে")) হচ্ছে কোন একটি ব্যাবস্থার বৈশিষ্ট্য যার ফলে ঐ ব্যাবস্থার পরিবর্তনশীল বিষয়গুলো এমনভাবে নিয়ন্ত্রিত হয় যেন ব্যাবস্থার অভ্যন্তরীণ অবস্থা অপরিবর্তিত থাকে। এর উদাহরন হিসেবে উল্লেখ করা যেতে পারে তাপমাত্রা নিয়ন্ত্রণ অথবা, অম্লত্ব ও ক্ষারত্বের (pH) নিয়ন্ত্রণ।
সর্বপ্রথম এর ধারণা দেন ফ্রেঞ্চ শরীরতত্ত্ববিদ ক্লড বার্নার্ড ১৮৬৫ সালে। কিন্তু, ১৯২৬ সালে ওয়াল্টার ব্রাডফোর্ড ক্যানন শব্দটি প্রথম ব্যবহার করেন। [1] শব্দটি মূলত জীবদের ক্ষেত্রে ব্যবহৃত হলেও থার্মোস্ট্যাটের মত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যাবস্থার (ইংরেজি: control systems) ক্ষেত্রেও ব্যবহৃত হয়। হোমিওস্ট্যাটিসে ব্যাবস্থার পরিবর্তন নির্ণয়ের জন্য একটি সেন্সর থাকে, একটি অবস্থা পরিবর্তনকারী যান্ত্রিক ব্যাবস্থা থাকে এবং এই দুইয়ের মাঝে নেগেটিভ ফিডব্যাক সমন্বয় থাকে।

গরম রক্তের মানুষের হাতে শীতল রক্তের ট্যারেন্টুলার তাপীয় চিত্র

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. Cannon, W. B. (১৯২৬)। "Physiological regulation of normal states: some tentative postulates concerning biological homeostatics"। A. Pettit(ed.)। A Charles Richet : ses amis, ses collègues, ses élèves (ফরাসি ভাষায়)। Paris: Les Éditions Médicales। পৃষ্ঠা 91।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.