হেল-বপ ধূমকেতু

হেল-বপ ধূমকেতু (ইংরেজি: Comet Hale-Bopp, (প্রাক্তন নাম: C/1995 O1) সম্ভবত বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত ধূমকেতু। এটি বহু দশক ধরে আকাশের উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে বিরাজ করেছিল। ১৮ মাস ধরে এটিকে খালি চোখে দৃশ্যমান ছিল, যা একটি রেকর্ড। এর আগের এমন রেকর্ডটি ছিল ১৮৮১ সালের মহান ধূমকেতুর (Great Comet of 1811)।

C/1995 O1 (হেল-বপ)
আবিষ্কার
আবিষ্কারক: অ্যালান হেল এবং
টমাস বপ
আবিষ্কারের তারিখ: ২৩শে জুলাই, ১৯৯৫
অন্য নাম: ১৯৯৭ সালের মহান ধূমকেতু (The Great Comet of 1997),
C/1995 O1
কক্ষীয় বৈশিষ্ট্যA
ইপক: 2450460.5
অপসূর দূরত্ব: 371 AU
অনুসূর দূরত্ব: 0.91 AU
উপ-মুখ্য অক্ষ: ১৮৬ AU
উৎকেন্দ্রিকতা: ০.৯৯৫০৮৬
কক্ষীয় পর্যায়: 2537 a
নতি: ৮৯.৪°
শেষ অনুসূর: ১লা এপ্রিল, ১৯৯৭
পরবর্তি অনুসূর (ভবিষ্যদ্বাণী): ৪৩৮০

১৯৯৫ সালের ২৩শে জুলাই সূর্য থেকে অনেক দূরত্বে ধূমকেতুটি আবিষ্কৃত হয়। মনে করা হচ্ছিল, ধূমকেতুটি যখন সূর্যের কাছে আসবে, তখন এটিকে আরও অনেক বেশি উজ্জ্বল দেখাবে। যদিও ধূমকেতুর ঔজ্জ্বল্য সংক্রান্ত পূর্বাভাস দেয়া খুব ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও হেল-বপ ধূমকেতু যখন পেরিহেলিয়ন (perihelion) অতিক্রম করে, তখন এটির উজ্জ্বলতা সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যায়। ধূমকেতুটিকে ১৯৯৭ সালের মহান ধূমকেতু (the Great Comet of 1997) অভিধা দেয়া হয়।

আবিষ্কার

২৩ জুলাই ১৯৯৫ সালে এই ধূমকেতুটি আবিষ্কার করেন এ্যালান হেলটমাস বপ নামের দুই জ্যোতির্বিজ্ঞানী। তারা দুজনেই ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। [1]

তথ্যসূত্র

  1. Shanklin, Jonathan D. (২০০০)। "The comets of 1995"। Journal of the British Astronomical Association110 (6): 311। বিবকোড:2000JBAA..110..311S

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.