হের্মান ওবের্ট

হের্মান ওবের্ট (জার্মান: Hermann Julius Oberth) (২৫শে জুন, ১৮৯৪ - ২৮শে ডিসেম্বর, ১৯৮৯) প্রাক্তন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যে (বর্তমান রোমানিয়া) জন্ম নেওয়া জার্মান বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী। রাশিয়ার কন্‌স্তান্তিন ৎসিওলকোভ্‌স্কি ও যুক্তরাষ্ট্রের রবার্ট গডার্ডের সাথে তাকেও রকেটবিদ্যা ও নভোশ্চরণবিদ্যার অন্যতম জনক হিসেবে গণ্য করা হয়। তারা তিনজন কখনও সক্রিয়ভাবে একসাথে কাজ করেননি, এর বদলে প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছেন। তাদের প্রত্যেকের অবদানই তাই স্বয়ংসম্পূর্ণ ছিল।

হের্মান ওবের্ট
জন্ম২৫শে জুন, ১৮৯৪
শেসবুর্গ, অস্ট্রিয়া-হাঙ্গেরি (বর্তমানে Sighişoara, রুমানিয়া)
মৃত্যু২৮শে ডিসেম্বর, ১৯৮৯
নুরেমবার্গ, জার্মানি
জাতীয়তাঅস্ট্রো-হাঙ্গেরীয়
কর্মক্ষেত্রনভোশ্চরণবিজ্ঞান

প্রকাশিত বই

  • The Moon Car (১৯৫৯)
  • The Electric Spaceship (১৯৬০)
  • Ways to Spaceflight (১৯২৯)
  • Primer for Those Who Would Govern (১৯৮৭)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.