হেয়ার (চলচ্চিত্র)
হেয়ার (ইংরেজি: Hair) ১৯৭৯ সালে নির্মিত, মিলোস ফোরম্যান পরিচালিত একটি চলচ্চিত্র। হেয়ার নামের জনপ্রিয় গীতিনাট্যটির চিত্ররূপ হিসাবে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন ষাটের দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে ছবির কাহিনী রচিত হয়েছে।
Hair | |
---|---|
পরিচালক | মিলোস ফোরম্যান |
প্রযোজক | মাইকেল বাটলার লেস্টার পার্স্কি |
রচয়িতা | জেরোম র্যাগনি জেমস র্যাডো |
শ্রেষ্ঠাংশে | জন স্যাভেজ ট্রিট উইলিয়ামস বেভারলি ডিএঞ্জেলো অ্যানি গোল্ডেন ডরসি রাইট ডনি ডাকুস শেরিল বার্নস রিচার্ড ব্রাইট |
সুরকার | Galt MacDermot |
চিত্রগ্রাহক | মিরোস্লাভ ওন্ড্রিচেক |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্টস্ |
মুক্তি | মার্চ ১৪ ১৯৭৯ |
দৈর্ঘ্য | ১২১ মিনিট |
ভাষা | ইংরেজি |
চলচ্চিত্রটির পরিচালক হিসাবেমিলোস ফোরম্যান সিজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
অভিনয়
হেয়ার চলচ্চিত্রটিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন -
- জন স্যাভেজ
- ট্রিট উইলিয়ামস
- বেভারলি ডিএঞ্জেলো
সঙ্গীত
হেয়ার মূলত একটি গীতিনাট্য ধাঁচের চলচ্চিত্রটি। এতে মোট ২৩টি গান বা গানের খন্ডাংশ ব্যবহার করা হয় -
- Aquarius
- Sodomy
- Donna
- Hashish
- Colored Spade
- Manchester, England
- I'm Black/Ain't Got No
- Party Music
- I Got Life
- Hair
- L.B.J.
- Electric Blues/Old Fashioned Melody
- Hare Krishna
- Where Do I Go?
- Black Boys
- White Boys
- Walking In Space (My Body)
- Easy To Be Hard
- Three-Five-Zero-Zero
- Good Morning Starshine
- Somebody To Love
- Don't Put It Down
- The Flesh Failures/Let The Sunshine In
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.