হেট স্টোরি ৪

হেট স্টোরি ৪ (ইংরেজি: Hate Story IV) হচ্ছে একটি হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র, যেটি লিখেছেন সামীরা আরোরা এবং পরিচালনা করেছেন বিশাল পান্ডে। এটি হচ্ছে হেট স্টোরি সিরিজের ৪র্থ কিস্তি।[1]

হেট স্টোরি ৪
হেট স্টোরি ৪-এর পোস্টার
পরিচালকবিশাল পান্ডে
প্রযোজকভূষণ কুমার
কৃষণ কুমার
রচয়িতামিলাপ জাভেরী (সংলাপ)
চিত্রনাট্যকারসামীরা আরোরা
বিশাল পান্ডে
কাহিনীকারসামীরা আরোরা
শ্রেষ্ঠাংশেউর্বশী রাউটেলা
ভিভান ভাটেনা
করণ ওয়াহি
ইহানা ধিলোন
গুলশান গ্রোভার
সুরকারমিথুন,
অর্ক প্রভ মুখার্জি,
তানিশক বাগচী,
টনি কক্কর,
বোমান
চিত্রগ্রাহকসুনিতা রাদিয়া
সম্পাদকমানিশ মোরে
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  •  মার্চ ২০১৮ (2018-03-09)
দেশ ভারত
ভাষাহিন্দি

এই চলচ্চিত্রের প্রধান চরিত্রসমূহে উর্বশী রাউটেলা, ভিভান ভাটেনা, করণ ওয়াহি এবং ইহানা ধিলোন অভিনয় করেছেন।[2][3]

এই চলচ্চিত্রের শুটিং ২০১৭ সালের জুন মাসে শুরু হয়[4] এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডনে প্রধান চিত্রায়ন সম্পন্ন হয়।[5] এই চলচ্চিত্রটি ২০১৮ সালের ৯ই মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

সারাংশ

গল্পটি তাশা নামে একটি মেয়ের যে একজন মডেল হতে চায়। তিনি রাজীর খুরানা নামের একটি ছবিগ্রাহকের জন্য কাজ করেন। তার সাথে তার এবং তাঁর ভাই আরিয়ান খুরানা-র সম্পর্ক আছে। রাজেশ তাকে বিয়ে করতে চায় কিন্তু আরিয়ানও তাকে চায় যদিও সে মায়া-র সাথে সম্পর্কে জড়িত। এখা থেকেই এই ভাইদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। এইভাবেই হেট স্টোরি ৪ শুরু হয়।

অভিনয়শিল্পী

  • উর্বশী রাউটেলা – তাশা
  • করণ ওয়াহি – রাজবীর খুরানা
  • বিবান ভাটেনা – আরিয়ান খুরানা
  • গুলশান গ্রোভার – বিক্রম খুরানা
  • ইহানা ধিলোন – রেশমা
  • টিয়া বাজপেয়ী - বিশেষ চরিত্রে
  • শাদ রানধাওয়া - বিশেষ চরিত্রে

সাউন্ডট্রেক

২০১৮ সালের ৩১শে জানুয়ারি, "আশিক বানায়া আপনে" প্রকাশ করা হয়েছে।[6]

সঙ্গীত তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."আশিক বানায়া আপনে"মনোজ মুন্তাশিরতানিশক বাগচীনেহা কক্কর ও হিমেশ রেশমিয়া৩:৪২
২."বুন্দ বুন্দ"মনোজ মুন্তাশিরঅর্ক প্রভ মুখার্জিজুবিন নৌটিয়ালনীতি মোহন৪:৩৩
৩."তুম মেরে হো"মনোজ মুন্তাশিরমিথুনজুবিন নৌটিয়াল ও অম্রিতা সিং৪:৫২
৪."বাদনামিয়া"রাশমি-ভিরাগবামান-চান্দআরমান মল্লিক 
৫."নাম হে মেরা" তানিশক বাগচীনীতি মোহন 
৬."মোহাব্বত নেশা হে (ডুয়েট)"কুমারটনি কক্করনেহা কক্কর, টনি কক্কর 
৭."মোহাব্বত নেশা হে"কুমারটনি কক্করটনি কক্কর 
৮."বাদনামিয়া (ফিমেল)"রাশমি-ভিরাগবামান-চান্দসুকরিতি কক্কর 
মোট দৈর্ঘ্য:১৩:০৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.