হেজাজ (দ্ব্যর্থতা নিরসন)
হেজাজ বা হিজাজ (আরবি: الحجاز al-Ḥiǧāz, আক্ষরিক অর্থ "বাধা") দ্বারা নিম্নোক্ত বিষয়সমূহ বোঝায়:
- হেজাজ, আরব উপদ্বীপের একটি ভৌগলিক অঞ্চল
- হেজাজ পর্বতমালা, একটি পার্বত্য রেঞ্জ
রাষ্ট্র
- মক্কা শরিফাত (৯৬৮-১৯২৫), “মক্কা আমিরাত” নামেও পরিচিত
- হাবেশ ইয়ালেত (১৫৫৪-১৮৭২), “হাবেশ ও হেজাজ” বা “আবিসিনিয়ার উসমানীয় প্রদেশ” নামেও পরিচিত
- হেজাজ ভিলায়েত (১৮৭২-১৯১৬), “উসমানীয় হেজাজ” নামেও পরিচিত।
- হেজাজ রাজতন্ত্র (১৯১৬-১৯২৫)
- নজদ ও হেজাজ রাজতন্ত্র (১৯২৬-১৯৩২)
অন্যান্য
- হেজাজ-নাহাওয়ান্দ মাকাম
- ১৯১০ সালের হেজাজ উল্কাপাত
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.