হেক্টর (পৌরাণিক চরিত্র)
গ্রিকপুরাণে হেক্টর একজন ট্রোজান রাজকুমার ছিলেন এবং ট্রয়ের যুদ্ধে ট্রয় সেনার প্রধান যোদ্ধা ছিলেন । রাজা প্রিয়াম, যিনি দার্দানুস ও ট্রয় রাজ্যের প্রতিষ্ঠাতা ট্রসের বংশোদ্ভব ও রাণী হেকুবার প্রথম পুত্র হিসেবে তিনি ট্রয় রাজ্যের যুবরাজ ছিলেন ।[1] তিনি আন্দ্রমাকিকে বিবাহ করে স্কামান্দ্রিয়ুস নামে এক পুত্র লাভ করেন যাকে ট্রয়বাসীরা আস্টিয়ানাক্স বলে ডাকত । হাইজিনুসের মতে তিনি ট্রয় রক্ষায় ট্রয় সেনা ও তার মিত্রদের পক্ষে নেতৃস্থানীয় ছিলেন এবং ৩১০০০ গ্রিক সেনা বধ করেন ।[2] হেক্টর তার সাহসিকতা, মহানুভবতা ও বিনয়ের জন্য ইউরোপীয় মধ্যযুগে জ্যাকস্ ডি লঙ্গিয়ন বর্ণিত নয় যোগ্য পুরুষের অন্যতম ছিলেন । মহাকবি হোমারও হেক্টরকে শান্তিপ্রিয়, সুবিবেচক, সাহসী, সুপুত্র, ভালো স্বামী ও পিতা এবং দুরভিসন্ধি বিহীন হিসেবে বর্ণনা করেছেন । জেমস রেডফিল্ড হেক্টরকে বলেছেন "martyr to loyalties, a witness to the things of this world, a hero ready to die for the precious imperfections of ordinary life."[3]
