হৃদয়ে মাটি ও মানুষ

হৃদয়ে মাটি ও মানুষ হল বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে সম্প্রচারিত শাইখ সিরাজ প্রযোজিত, উপস্থাপিত ও পরিচালিত একটি কৃষিবিষয়ক টিভি ধারাবাহিক অনুষ্ঠান, যা ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার রাত ৯টা ৫০মিনিটে সাপ্তাহিক সম্প্রচার শুরু করে। এটি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান একটি যা বাংলাদেশের গ্রামীণ কৃষিব্যবস্থা ও কৃষক জীবনকে তুলে ধরেছে।[1] দেশের পাশাপাশি দেশের বাইরে থেকেও অনুষ্ঠানটি বিভিন্ন কৃষিবিষয়ক তথ্য সংগ্রহ করে সম্প্রচার করে।[2] ২০১৫ সালের একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানটি ১২ বছরে পদার্পণ করে।[3]

হৃদয়ে মাটি ও মানুষ
হৃদয়ে মাটি ও মানুষ
শিরোনাম কার্ড
ধরণপ্রামাণ্যচিত্র, কৃষি, ভ্রমণ, অর্থনীতি, গ্রামীণ জীবন
নির্মাতাশাইখ সিরাজ
উন্নয়নকারীশাইখ সিরাজ
উপস্থাপকশাইখ সিরাজ
বর্ণনাকারীশাইখ সিরাজ
প্রস্তুতকারক দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
পর্বসংখ্যা৬০০ এর অধিক
নির্মাণ
প্রযোজকচ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম
অবস্থানবাংলাদেশ ও বহির্বিশ্ব
ব্যাপ্তিকাল১ ঘণ্টা
সম্প্রচার
মূল চ্যানেলচ্যানেল আই
ছবির ফরম্যাটএক্স-ডি
মূল প্রদর্শনী২১শে ফেব্রুয়ারি ২০০৪
নাটোরের খোলাবাড়িয়ায় হৃদয়ে মাটি ও মানুষ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "শাইখ সিরাজের 'হৃদয়ে মাটি ও মানুষ' এবং পূর্বধলায়"আমাদের সময়। ১৭ নভেম্বর ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫
  2. "স্কটল্যান্ডে হৃদয়ে মাটি ও মানুষ"দৈনিক যুগান্তর। ৩০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫
  3. "১২ বছরে 'হৃদয়ে মাটি ও মানুষ'"দৈনিক মানবজমিন। ২১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.