হুলিয়ান পালাসিওস

হুলিয়ান পালাকিওস (২২ আগস্ট ১৮৮০ – ১৯৪৭) রিয়াল মাদ্রিদের প্রথম প্রেসিডেন্ট হিসেবে অধিক পরিচিত। তিনি স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছিলেন।

তিনি ১৮৯৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্কাই ফুটবলের সদস্য ছিলেন। ১৯০০ সালে নিউ ফুট-বল ক্লাবের ভাঙ্গনের পর, তিনি "মাদ্রিদ ফুটবল ক্লাব" গঠন করেছিলেন, যেটি বর্তমানে রিয়াল মাদ্রিদ নামে পরিচিত এবং তিনি তার প্রথম প্রেসিডেন্ট ছিলেন।[1]

তথ্যসূত্র

  1. Julian Palacios ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ অক্টোবর ২০০৯ তারিখে Real Madrid C.F. Retrieved 12 February 2010.
অন্যান্য অফিস
পূর্বসূরী
খালি
রিয়াল মাদ্রিদের সভাপতি
১৯০০১৯০২
উত্তরসূরী
হুয়ান পাদ্রোস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.