হুনজা জেলা

হুনজা জেলা (উর্দু: ضلع ہنزہ) উত্তর পাকিস্তানের গিলগিত-বালতিস্থান প্রদেশের একটি জেলা। এই অঞ্চলটির আরো কিছু প্রশাসনিক ইউনিট বাড়ানোর জন্য ২০১৫ সালে হুনজা-নগর জেলাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। করিমাবাদ হচ্ছে জেলাটি প্রশাসনিক কেন্দ্র।[1]

হুনজা জেলা
Hunza District
জেলা
গিলগিত-বালতিস্তান তহসিলের অবস্থান অনুযায়ী মানচিত্র
দেশপাকিস্তান
প্রশাসনিক অঞ্চলগিলগিত-বালতিস্তান
প্রতিষ্ঠাকালজুলাই ১, ১৯৭০
আয়তন
  মোট৩৮০০০ কিমি (১৫০০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯৮)
  মোট২,৪৩,৩২৪
  জনঘনত্ব৬.৪/কিমি (১৭/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

ভৌগলিক অবস্থার এবং ইতিহাস

হুনজা জেলা চীনের জিনজিয়াং প্রদেশের পার্শ্ববর্তী জেলার পাশাপাশি ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলীয় অঞ্চলে অবস্থান করছে। এখানে ঐতিহাসিক কারাকোরাম পর্বত রয়েছে।

প্রশাসন

সহকারী কমিশনার

জেলাটি প্রশাসনিকভাবে একজন সহকারী-কমিশনার (ডিসি) এবং একজন সহকারী-অধস্তন কর্মকর্তা সার্বিকভাবে তত্ত্বাবধান করে থাকেন।

পুলিশ

পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) এর নির্দেশের মাধ্যমে হুনজা পুলিশ পরিচালিত হয়।

তথ্যসূত্র

  1. "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune"The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-১০

গ্রন্থপঞ্জি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.