হিল্টন মেক্সিকো সিটি রিফর্মা
হিল্টন মেক্সিকো সিটি রিফর্মা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত একটি পাঁচ তারকা বিলাসবহুল হোটেল।[1] এটি বৈশ্বয়িক চেইন হিল্টন হোটেলের একটি শাখা। হোটেলটি পুরাতন মেক্সিকো সিটির কেন্দ্রস্থল হুয়ারেজ অ্যাভিনিউতে অবস্থিত। এর কাছের স্টেশন হলো হিদালগো মেট্রো স্টেশন। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই হোটেলটি ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠে। হোটেলটিতে ৪৫৭টি থাকার ঘর, বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও কনফারেন্স হল রয়েছে। এছাড়াও মেক্সিকোর বিখ্যাত ইটারি এল কার্ডেনালও এখানে অবস্থিত।[2] উইকিম্যানিয়া ২০১৫ এই হোটেলেই অনুষ্ঠিত হয়েছিল।

হিল্টন মেক্সিকো সিটি রিফর্মা
চিত্র
- হিল্টন মেক্সিকো সিটি রিফর্মার লবি
- হিল্টন মেক্সিকো সিটি রিফর্মার থাকার কক্ষ
- হিল্টন মেক্সিকো সিটি রিফর্মার করিডোর
তথ্যসূত্র
- Auzias, Dominique; Labourdette, Jean-Paul (১৭ সেপ্টেম্বর ২০১২)। Mexique 2013 (French ভাষায়)। Petit Futé। পৃষ্ঠা 119। আইএসবিএন 2-7469-6428-7।
- Meade, Julie Doherty (৫ আগস্ট ২০১৪)। Moon Mexico City। Avalon Travel Publishing। পৃষ্ঠা 353। আইএসবিএন 978-1-61238-827-4।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে হিল্টন মেক্সিকো সিটি রিফর্মা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.