হিরো আলম
আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি।[1][2][3][4][5][6][7][8][9][10][11] ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন।[3][12][13][14]
হিরো আলম | |
---|---|
জন্ম | আশরাফুল আলম সাঈদ ২০ জানুয়ারি ১৯৮৫ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা ও ব্যবসায়ী |
কার্যকাল | ২০০১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সাবিহা আক্তার সুমি |
প্রারম্ভিক জীবন
আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (কেবল অপারেটর) ব্যবসায় নামেন।[15] ক্যবল সংযোগের ব্যবসা চলাকালে সখের বশে তিনি মিউজিক ভিডিও নির্মাণ শুরু করেন।[1][9] আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা মিউজিক ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।[6][16][17] এসময় মুশফিকুর রহিমসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশী তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।[3][18]
এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।[3] ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন।[19][20] ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সেসময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে।[3][21]
২০১৮ খ্রিষ্টাব্দের গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশে দশম অবস্থানে থাকেন হিরো আলম।[22][23]
অভিনয়
১১ আগস্ট ২০১৭ তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়।[24] ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[25] এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।[2][25]
রাজনৈতিক জীবন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন।[14] দলটি থেকে মনোনয়ন না পাবার পর বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।[3][12] নির্বাচনে তিনি পান ৬৩৮ ভোট এবং মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাবার দরুন তার জামানত বাজেয়াপ্ত করা হয়।[26][27][28][29][30][31] ২০১৯ সালের মে মাসে তিনি জাতীয় পার্টির সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন।[32][33]
লেখক জীবন
২০১৯ সালে একুশে বইমেলায় তার আত্মজীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো প্রকাশিত হয়, যেটি প্রকাশ করে তরফদার প্রকাশনী এবং বইটি সম্পাদনা করেন সৌরভ আলম সাবিদ।[34][35][36]
হিরো আলমের জীবনী অবলম্বনে নির্মিত মঞ্চনাটক
হিরো আলমের জীবনী অবলম্বনে মহেশ রূপরাও ঘোদেশ্বর কর্তৃক নির্মিত ও পরিচালিত হিরো আলম শিরোনামের একটি হাস্যরসাত্মক মঞ্চনাটক ২০১৯ সালের ৬ জানুয়ারি আহমেদাবাদে মঞ্চস্থ হয়।[27][37][38] প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এই মঞ্চনাটকটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।[39] ২০১৯ সালের মে মাসে মঞ্চনাটকটি মঞ্চস্থ হয় মুম্বাইতে।[40]
ব্যক্তিগত জীবন
আশরাফুল আলম ব্যক্তিগত জীবনে সাবিহা আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[1][41] এই দম্পতির আলো ও আঁখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে।[41] স্ত্রী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় ২০১৯ সালের মার্চে তিনি গ্রেফতার হন।[42] এবং পরবর্তীতে এপ্রিল মাসের ১৮ তারিখে জামিনে মুক্তি পান।[43]
তথ্যসূত্র
- "কে এই হিরো আলম?"। কালের কণ্ঠ। ২০১৬-০৬-২৭। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "নুহাশ হুমায়ূনদের চোখে 'হিরো' আলম"। DW.COM। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম"। প্রথম আলো। ২৮ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "এবার গান গাইলেন হিরো আলম!"। এনটিভি অনলাইন। ২২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "হিরো আলম দ্য গ্যাংস্টার' [ভিডিও]!"। দৈনিক যুগান্তর। ১৯ সেপ্টেম্বর ২০১৬।
- "Ashraful Alom Saeed - Bangladesh's social media sensation"। জি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০১৬।
- "Meet Bangladeshi Superstar Hero Alom Who Can Give You Severe Burns With His Looks"। দৈনিক বাস্কর (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০১৬।
- "A 'Hero' in Tigers' den"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১১।
- "কে এই হিরো আলম?"। দৈনিক কালের কণ্ঠ। ১৭ জুন ২০১৬।
- বাংলাদেশি স্বপ্ন ও হিরো আলম। দৈনিক প্রথম আলো। ১ জুলাই ২০১৬।
- "একজন হিরো আলম"। বাংলা ট্রিবিউন। ৩০ জুন ২০১৬।
- "স্বতন্ত্র প্রার্থী হিরো আলম"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম"। jagonews24.com। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
- "জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র কিনলেন হিরো আলম"। দৈনিক যুগান্তর। ১২ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৮।
- "'চা-দোকানি ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে, আমার বেলায় হিংসা কেন?'"। এই সময়। ২০১৮-১১-১৫। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯।
- "হিরো আলম কি সুপারস্টার?"। দৈনিক প্রথম আলো। ২১ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৬।
- "7 Things You Need To Keep In Mind Before Trolling Internet Sensation 'Hero Alom'"। All India Roundup (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০১।
- "A 'Hero' in Tigers' den"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯।
- "Shah Rukh Khan VS Fan: 'Saarukh' fan Hero Alam calls him 'siniar sitizen'"। dna (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯।
- "Is Shah Rukh Khan Hero Alom's biggest fan? 'Photoshopped selfie' becomes the butt of all jokes"। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-২৭। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৯।
- "Hero Alom's Hits A New Low, Now Calls Shah Rukh Khan AKA 'Saarukh' A 'Siniar Sitizen'"। indiatimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯।
- "2018 সালে কী জনপ্রিয় ছিল তা দেখুন-"। Google Trends। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৪।
- "গুগল সার্চে বাংলাদেশীরা যাদের বেশি খোঁজ করেছেন"। BBC News বাংলা (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৪।
দশ নম্বরে রয়েছেন বহুল আলোচিত তারকা ও স্বতন্ত্র সংসদ প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত।
- "জানতাম না এই ছবিতে হিরো আলম আছে: ওমর সানি"। banglanews24.com। ১২ আগস্ট ২০১৭।
- "এবার বলিউড সিনেমায় হিরো আলম!"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৬।
- ৬৩৮ ভোট পেলেন হিরো আলম
- "Shattering frameworks of beauty"। The Hindu।
- কত ভোট পেলেন হিরো আলম?
- "বগুড়ায় হিরো আলমসহ ৩৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮।
- "ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম"। জি ২৪ ঘণ্টা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "Bangladesh Election: Meme God Hero Alom gets only 638 votes, refuses to return deposit"। DNA India। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- "হিরো আলম এখন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতা"। জনকণ্ঠ। ২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- "'সংস্কৃতিমনা' হিরো আলম এখন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতা"। এনটিভি। ২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- বইমেলায় আসছে হিরো আলমের লেখা বই
- হিরো আলমের লেখা বই ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।’ আসছে বইমেলায়
- হিরো আলমের নতুন বইটি কেন এত আলোচিত?
- "Play on Hero Alom to be staged in Ahmedabad"। Times of India। ৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- "Things to do in Ahmedabad today"। Ahmedabad Mirror। ৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- "Theatre enthusiasts in Ahmedabad have a lot to look forward to this weekend"। Times Of India। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৯।
- "Hero Alom to be staged for the first time in Mumbai"। Times of India। ২২ এপ্রিল ২০১৯।
- "চানাচুর আলম, সিডি আলম, ডিশ আলম থেকে হিরো আলম"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৬।
- "হিরো আলম গ্রেফতার"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৯।
- "জামিনে মুক্ত হিরো আলম"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।