হিপিস্ (টেলিভিশন ধারাবাহিক)

হিপিস্ একটি ছয়-অংশের ব্রিটিশ টেলিভিশন কমেডি ধারাবাহিক যা নভেম্বর ১২ থেকে ডিসেম্বর ১৭, ১৯৯৯ সাল পর্যন্ত বিবিসি ২ চ্যানেলে প্রচারিত হয়।[1] ইংরেজি ভাষার এই ধারাবাহিকটি অর্থার ম্যাথিউস এবং গ্রাহাম লাইনহান কর্তৃক তৈরি হয়েছে, যারা ফাদার টেড ধারাবাহিকের জন্য সর্বাধিক জনপ্রিয়, কিন্তু অর্থার ম্যাথিউস এককভাবে স্ক্রিপ্ট রচনা করেছেন। অভিনয়ে ছিলেন সাইমন পেজ, স্যালি ফিলিপস, জুলিয়ান রাইন্ড-টাট এবং ড্যারেন বয়েড[1]

হিপিস্
হিপিস্
ধারাবাহিকের পোস্টার
ধরণসিটকম
নির্মাতা
  • আর্থার ম্যাথুস
  • গ্রাহাম লাইনহ্যান
রচনাআর্থার ম্যাথুস
পরিচালকমার্টিন ডেনিস
অভিনয়ে
  • সাইমন পেজ
  • জুলিয়ান রাইন্ড-টাট
  • স্যালি ফিলিপস
  • ড্যারেন বয়েড
প্রস্তুতকারক দেশযুক্তরাজ্য
মূল ভাষাইংরেজি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা
সম্প্রচার
মূল চ্যানেলবিবিসি ২
ছবির ফরম্যাটপাল ১৬:৯
মূল প্রদর্শনী১২ নভেম্বর ১৯৯৯ (1999-11-12) – ১৭ ডিসেম্বর ১৯৯৯ (1999-12-17)

কাহিনীসংক্ষেপ

হিপিস ১৯৬৯ সালে 'সুইংঙ্গিং লন্ডনে' ধারণ করা হয়। রে পার্বস (সাইমন পেজ), যিনি একজন মাউথ বিপরীতসংস্কৃতি পত্রিকার সম্পাদক (ওজ, ইন্টারন্যশনাল টাইমস, ফ্রেন্ডস এবং সমকালীন অন্যান্য আন্ডারগ্রাউন্ড পত্রিকার ব্যাঙ্গাত্মক সংস্করণ), যা তিনি নথিং হিল গেটে নিজস্ব ফ্ল্যাট থেকে প্রচার করেন। তার সহকারী হিসেবে ছিলেন অ্যালেক্স পিকটন-ডিনশ (জুলিয়ান রাইন্ড-টাট), হুগো ইয়েম্প (ড্যারন বয়েড) এবং জিল স্প্রিন্ট (স্যালি ফিলিপস), স্প্রিন্ট এছাড়াও পার্বসের প্রেমিকা, বা তিনি ভাবেন যে তিনি তার পেমিকা। ধারাবাহিকটি ১৯৬০-এর দশকের সংস্কৃতি তুলে আনে এবং বিভিন্ন উদ্ভট পরিস্থিতিতে চরিত্রসমূহের প্রদর্শন করেন।

অভিনয়ে

  1. সাইমন পেজ — রে পার্বস
  2. স্যালি ফিলিপস — জিল স্প্রিন্ট
  3. জুলিয়ান রাইন্ড-টাট — অ্যালেক্স পিকটন-ডিনশ
  4. ড্যারেন বয়েড — হুগো ইয়েম্প

পর্বসমূহ

#শিরোনামমূল প্রচারের তারিখ
১.১প্রোটেস্টিং হিপিস্১২ নভেম্বর ১৯৯৯
১.২হেয়ারি হিপিস্১৯ নভেম্বর ১৯৯৯
১.৩সেক্সি হিপিস্২৬ নভেম্বর ১৯৯৯
১.৪হিপি ডিপি হিপিস্০৩ ডিসেম্বর ১৯৯৯
১.৫মাডি হিপিস১০ ডিসেম্বর ১৯৯৯
১.৬ডিসগাস্টিং হিপিস১৭ ডিসেম্বর ১৯৯৯

তথ্যসূত্র

  1. "Laugh Lines: from Dad's Army to Hippies"দ্য গার্ডিয়ান। মার্চ ১৮, ২০১০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২১, ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.