হিন্দু ক্রিকেট দল
হিন্দু ক্রিকেট দল ভারতের সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। সাংবার্ষিকভিত্তিতে বোম্বে প্রতিযোগিতায় দলটি অংশগ্রহণ করতো। বোম্বেতে অবস্থানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দলটি গঠন করে।
কর্মীবৃন্দ | |
---|---|
মালিক | হিন্দু জিমখানা |
দলীয় তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৯০২ |
স্বাগতিক ভেন্যু | পিজে হিন্দু জিমখানা মাঠ |
১৯০৬ সালে হিন্দু দল বোম্বে প্রতিযোগিতায় যোগ দেয়। এ পর্যায়ে দলটি ইউরোপীয় ও পার্সি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে প্রতিযোগিতার নাম পরিবর্তন করে বোম্বে ত্রি-দলীয় প্রতিযোগিতা হিসেবে পুণঃনামকরণ করতে হয়। ১৯৪৫-৪৬ মৌসুমে প্রতিযোগিতাটির বিলুপ্তির পূর্ব-পর্যন্ত হিন্দু দল প্রতিযোগিতায় অংশ নিতে থাকে। ১১বার দলটি প্রতিযোগিতার শিরোপা লাভে সক্ষমতা দেখায়।
পালোয়ানকর বালু হিন্দু দলের উল্লেখযোগ্য খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। তাকে ভারতে প্রথমদিকের সেরা স্পিন বোলার হিসেবে বিবেচনা করা হতো।
তথ্যসূত্র
- Vasant Raiji, India's Hambledon Men, Tyeby Press, 1986
- Mihir Bose, A History of Indian Cricket, Andre-Deutsch, 1990
- Ramachandra Guha, A Corner of a Foreign Field - An Indian History of a British Sport, Picador, 2001
বহিঃসংযোগ
- Hindus cricket team at CricketArchive
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.