হিন্দ বিনতে আওফ
হিন্দ বিনতে আওফ ছিলেন হযরত মুহাম্মাদ সা. এর শাশুড়ি, এবং তার সন্তান-সন্ততি ও বংশধরে অনেক বিখ্যাত সাহাবি জন্ম নিয়েছিলেন।
তিনি খাওলা নামেও পরিচিত। [1]
তার পিতা আওফ ইবনে জুহাইর ছিলেন ইয়েমেনের হিমিয়ার গোত্রের। মায়ের নাম আয়শা বিনতে মুহাজ্জাম।
তার চারবার বিয়ে হয়েছিল এবং তার মোট নয় সন্তান ছিল।
তার সন্তান-সন্ততিঃ
- ১. মাহমিয়াহ ইবনুল যাজি আল জুবায়দি। তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন এবং এরপর ১৩ বছর আবিসিনিয়ায় বাস করেন। ৬২৮ সালে মদিনা আগমনের পর নবী মুহাম্মাদ তাকে কোষাধ্যক্ষ পদে নিযুক্ত করেন।
- ২. লুবাবা বিনতে আল হারিস (উম্মে ফাদল), আবাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী এবং বিখ্যাত সাহাবি ইবনে আব্বাসের মা।[2]
- ৩. বারা বিনতে হারিস, নবী মুহাম্মাদের সাথে বিবাহের পর মায়মুনা বিনতে হারিস নামে পরিচিত হন।[3]
- ৪. আল সায়িব ইবনুল হারিস
- ৫. কাতান ইবনুল হারিস
- ৬. জয়নব বিনতে খুজাইমা, নবী মুহাম্মাদ সা. এর স্ত্রীদের অন্যতম।
- ৭. আসমা বিনতে উমাইস, খলীফা আবু বকরের স্ত্রী ছিলেন, তাঁর মৃত্যুর পর খলীফা আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[2][4]
- ৮. সালমা বিনতে উমাইস, হামজা ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন।
- ৯. আওন ইবনে উমাইস, তিনি আল হারাহতে মৃত্যুবরণ করেন।[2]
তথ্যসূত্র
- Al-Tabari, Tarikh al-Rusul wa'l-Muluk, vol. 39.
- Landau-Tasseron/Tabari, p. 201.
- Landau-Tasseron/Tabari, pp. 185, 201.
- Bewley/Saad, pp. 196-199.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.