হাসিবুল ইসলাম মিজান
হাসিবুল ইসলাম মিজান একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি অনেক বাংলাদেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
হাসিবুল ইসলাম মিজান | |
---|---|
জন্ম | ১৯৫৭ |
মৃত্যু | ১৮ এপ্রিল ২০১৯ (বয়স ৬২) |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
জীবনী
হাসিবুল ইসলাম মিজান ১৯৫৭ সালে পিরোজপুরে জন্মগ্রহণ করেন।[1] প্রেমের কসম চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার।[2] চলচ্চিত্রটি ছিল মাহফুজ আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র।[3][4] ২০০৫ সালে তিনি আমার স্বপ্ন তুমি শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।[5] ২০০৭ সালে তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র তুমি আছো হৃদয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[2]
হাসিবুল ইসলাম মিজান ২০১৯ সালের ১৮ এপ্রিল ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[6][7][8]
তথ্যসূত্র
- "চলচ্চিত্র নির্মাতা হাসিবুল ইসলাম মিজান আর নেই"। একুশে টেলিভিশন। ১৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "চলচ্চিত্র নির্মাতা হাসিবুল ইসলাম আর নেই"। কালের কণ্ঠ। ১৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "চিত্রনায়িকা অন্তরা আর নেই"। যুগান্তর। ১০ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- "২০ বছর পর কার কোথায় অবস্থান"। ভোরের কাগজ। ৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "'আমার স্বপ্ন তুমি' ছবির নির্মাতা মিজান আর নেই"। চ্যানেল আই। ১৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম আর নেই"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "চিত্রপরিচালক হাসিবুল ইসলাম মিজানের ইন্তেকাল"। ইনকিলাব। ১৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
- "Filmmaker Hasibul Islam Mizan no more"। Daily Observer। ২০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.