হাসনাত আব্দুল হাই

হাসনাত আব্দুল হাই (জন্মঃ ১৯৩৯) একজন নামকরা বাংলাদেশী লেখক এবং প্রখ্যাত ঔপন্যাসিক।

হাসনাত আব্দুল হাই

শিক্ষা

তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন।

কর্মজীবন

অধ্যাপনা দিয়ে তিনি চাকুরি জীবন আরম্ভ করেন। তারপর সিভিল সার্ভিস থেকে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন ও ১৯৯৯ সালে বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর লাভ করেন।

সাহিত্য কর্ম

প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা চার,উপন্যাস তেইশ, ভ্রমণ কাহিনী ছয় এবং প্রবন্ধ দুই। তিনি মূলত ঔপন্যাসিক ও ভ্রমণ কাহিনীকার হিসাবে খ্যাতি অর্জন করেন। তার লেখা উপন্যাস সুলতান ডাবলিন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার এর জন্য মনোনীত হয়।

উপন্যাস

  • সুপ্রভাত ভালোবাসা (১৯৭৭)
  • আমার আততায়ী (১৯৮০)
  • তিমি (১৯৮১)
  • মহাপুরুষ (১৯৮২)
  • যুবরাজ (১৯৮৫)
  • প্রভু (১৯৮৬)
  • সুলতান (১৯৯১)
  • সময় (১৯৯১)
  • মোড়লগঞ্জ সংবাদ (১৯৯৫)
  • একজন আরজ আলী (১৯৯৫)
  • নভেরা (১৯৯৫)
  • বাইরে একজন (১৯৯৫)
  • হাসান ইদানীং (১৯৯৫)
  • Swallow (১৯৯৬)
  • Interview (১৯৯৭)
  • সিকস্তি (১৯৯৭)
  • লড়াকু পটুয়া(২০১০)

পুরস্কার

  • বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৭)
  • অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৩)
  • জগদীশ চন্দ্র বসু পুরস্কার (১৯৯৫)
  • শের-ই-বাংলা পুরস্কার (১৯৯৫)
  • এস.এম. সুলতান পুরস্কার (১৯৯৫)
  • শিল্পাচার্য জয়নুল পুরস্কার (১৯৯৬)

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.