হালা আল তুরক
হালা আল তুরক (আরবি: حلا الترك ইংরেজি: Hala Al Turk) হচ্ছে বাহরাইনী বিখ্যাত গায়িকা। তার জন্ম : ১৫ মে ২০০২ সালে । তার পিতা "মুহাম্মদ আল তুরক" মূলতঃ জর্ডানি। তার মা "মনা সাবের আল তুরক" বংশের দিক থেকে সিরিয়ান।[1] হালা ২০০৯ সাল থেকে জনসম্মুখে গান গেয়ে আসছে।
হালা আল তুরক | |
---|---|
স্থানীয় নাম | حلا الترك |
জন্ম নাম | হালা মুয়াফিক্ব মুহাম্মদ আল- তুরক |
জন্ম | [1] বাহরাইন | ১৫ মে ২০০২
ধরন | গায়িকা |
কার্যকাল | ২০০৯–বর্তমান |
ব্যক্তিগত জীবন
পেশাজীবন
হালা আল তুরক ২০১১ সালে অ্যারাবিয়ান টিভি চ্যানেল এম.বি.সি ৪ কর্তৃক অ্যারাবস গট ট্যালেন্ট এর জন্য নির্বাচিতা হয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীকালে সে প্ল্যাটিনাম রেকর্ডস-এ অংশগ্রহণ করে।
তার গাওয়া ২০১৫ সালের গান "লিভ ইন দ্য মোমেন্ট (English:Live In The Moment)"- এর দর্শকসংখ্যা মাত্র তিনমাসে ১৫ মিলিয়নে দাড়ায় । তার বক্তব্য, "এটা তার ক্যারিয়ারে এইপর্যন্ত সর্ববৃহৎ কৃতিত্ব। [2]
এক সাক্ষাতকারে হালা বিবৃত করেছে যে, তার পেশাগত ইচ্ছে হলো একজন দন্ত-চিকিৎসক হওয়া এবং তা হওয়ার পর সে গান গাওয়া ছেড়ে দেবে।
তার গান নামী এবং জা'আল ক্বামার (আরবি: نامي وجاء القمر) একটি গান হিসেবে প্রযোজিত হয়, যদিও পারতপক্ষে এই দুটি গান আলাদা। [3]
গান
গান | আরবী/ইংরেজি | দৈর্ঘ্য | বছর |
---|---|---|---|
বাবা নাযেল মা'আশা | بابا نزل معاشه | ৪:১১ | ২০১২ |
ম্যায়সা ইল্লাস সাহীহ | ميسا الاّ الصحيح | ৩:৪৬ | ২০১১ |
বিনতিয়াল হাবুবাহ | بنيتي الحبوبة | ৪:০১ | ২০১১ |
জাহগানা | زهقانة | ৪:৪১ | ২০১২ |
মামলাকাত আল বাহরাইন | مملكة البحرين | ২:৫৮ | ২০১৩ |
হ্যাপী হ্যাপী | هابي هابي (Happy Happy) | ৪:২৬ | ২০১৩ |
নামী | نامي | ২:৪৮ | ২০১৩ |
জা'আল ক্বামার | جاء القمر | ৩:০৫ | ২০১২ |
ইয়া রাব্বি সামেহনী | يارب سامحني | ৩:৫৭ | ২০১২ |
ট্রেন ট্রেন | ترن ترن | ২:৩২ | ২০১৪ |
লিভ ইন দ্য মোমেন্ট | Live In The Moment | ৩:৩৫ | ২০১৫ |
আহ ইয়া ক্বামার | آه يا قمر | ৪:৪০ | ২০১৫ |
হোয়াই আই'ম সো অ্যাফ্রাইড | Why I'm so Afraid | ৫:১১ | ২০১৬ |
শুফ আল- কুয়েত | شوف الكويت | ২:৪৫ | ২০১৬ |
হ্যাপী বার্থডে হাম্মাদ | Happy Birthday Hammad | ৪:৩১ | ২০১৭ |
আন্দেক্ হিল্ম | (عندك حلم ( فيديو كليب حصري | ৫:৩৪ | ২০১৭ |
আরো দেখুন
তথ্যসূত্র
- حلا الترك.. الطفلة النجمة، جريدة الأنباء। "হালা আল তুরক.. শিশুতারকা, জারীদুল আনবা" (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২।
- "হালা আল তুরক ওভারভিউ"। লেটসসিঙ্গিত ডট কম (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৭।
- "হালা আল তুরক"। আনগামী ডট কম (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৭।