হালা আল তুরক

হালা আল তুরক (আরবি: حلا الترك ইংরেজি: Hala Al Turk) হচ্ছে বাহরাইনী বিখ্যাত গায়িকা। তার জন্ম : ১৫ মে ২০০২ সালে । তার পিতা "মুহাম্মদ আল তুরক" মূলতঃ জর্ডানি। তার মা "মনা সাবের আল তুরক" বংশের দিক থেকে সিরিয়ান।[1] হালা ২০০৯ সাল থেকে জনসম্মুখে গান গেয়ে আসছে।

হালা আল তুরক
স্থানীয় নামحلا الترك
জন্ম নামহালা মুয়াফিক্ব মুহাম্মদ আল- তুরক
জন্ম (2002-05-15) ১৫ মে ২০০২[1]
বাহরাইন
ধরনগায়িকা
কার্যকাল২০০৯–বর্তমান

ব্যক্তিগত জীবন

পেশাজীবন

হালা আল তুরক ২০১১ সালে অ্যারাবিয়ান টিভি চ্যানেল এম.বি.সি ৪ কর্তৃক অ্যারাবস গট ট্যালেন্ট এর জন্য নির্বাচিতা হয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীকালে সে প্ল্যাটিনাম রেকর্ডস-এ অংশগ্রহণ করে।

তার গাওয়া ২০১৫ সালের গান "লিভ ইন দ্য মোমেন্ট (English:Live In The Moment)"- এর দর্শকসংখ্যা মাত্র তিনমাসে ১৫ মিলিয়নে দাড়ায় । তার বক্তব্য, "এটা তার ক্যারিয়ারে এইপর্যন্ত সর্ববৃহৎ কৃতিত্ব। [2]

এক সাক্ষাতকারে হালা বিবৃত করেছে যে, তার পেশাগত ইচ্ছে হলো একজন দন্ত-চিকিৎসক হওয়া এবং তা হওয়ার পর সে গান গাওয়া ছেড়ে দেবে।

তার গান নামী এবং জা'আল ক্বামার (আরবি: نامي وجاء القمر) একটি গান হিসেবে প্রযোজিত হয়, যদিও পারতপক্ষে এই দুটি গান আলাদা। [3]

গান

গানআরবী/ইংরেজিদৈর্ঘ্যবছর
বাবা নাযেল মা'আশা بابا نزل معاشه ৪:১১ ২০১২
ম্যায়সা ইল্লাস সাহীহ ميسا الاّ الصحيح ৩:৪৬ ২০১১
বিনতিয়াল হাবুবাহ بنيتي الحبوبة ৪:০১ ২০১১
জাহগানা زهقانة ৪:৪১ ২০১২
মামলাকাত আল বাহরাইন مملكة البحرين ২:৫৮ ২০১৩
হ্যাপী হ্যাপী هابي هابي (Happy Happy) ৪:২৬ ২০১৩
নামী نامي ২:৪৮ ২০১৩
জা'আল ক্বামার جاء القمر ৩:০৫ ২০১২
ইয়া রাব্বি সামেহনী يارب سامحني ৩:৫৭ ২০১২
ট্রেন ট্রেন ترن ترن ২:৩২ ২০১৪
লিভ ইন দ্য মোমেন্ট Live In The Moment ৩:৩৫ ২০১৫
আহ ইয়া ক্বামার آه يا قمر ৪:৪০ ২০১৫
হোয়াই আই'ম সো অ্যাফ্রাইড Why I'm so Afraid ৫:১১ ২০১৬
শুফ আল- কুয়েত شوف الكويت ২:৪৫ ২০১৬
হ্যাপী বার্থডে হাম্মাদ Happy Birthday Hammad ৪:৩১ ২০১৭
আন্দেক্ হিল্ম (عندك حلم ( فيديو كليب حصري ৫:৩৪ ২০১৭

আরো দেখুন

তথ্যসূত্র

  1. حلا الترك.. الطفلة النجمة، جريدة الأنباء। "হালা আল তুরক.. শিশুতারকা, জারীদুল আনবা" (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২
  2. "হালা আল তুরক ওভারভিউ"লেটসসিঙ্গিত ডট কম (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৭
  3. "হালা আল তুরক"আনগামী ডট কম (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.