হারুন অর রশিদ

অধ্যাপক ড. হারুন অর রশিদ (জন্ম: ২৭ অক্টোবর ১৯৫৪) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[1] ২০১৩ সালের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. হারুন অর রশিদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন।[2] জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সিলেকশান গ্রেডের একজন অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন।[1]

অধ্যাপক ড. হারুন অর রশিদ
জন্ম (1954-10-27) ২৭ অক্টোবর ১৯৫৪
পেশাশিক্ষকতা
পরিচিতির কারণজাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য
উপাধিজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
স্থিতিকাল৬ মার্চ ২০১৩ - বর্তমান
ওয়েবসাইটwww.nu.edu.bd

জন্ম ও শিক্ষাজীবন

হারুন-অর-রশিদের জন্ম পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আইরন গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার বি.এ. (অনার্স) এবং মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রী অর্জন করেন. তিনি উপসালা বিশ্ববিদ্যালয়, সুইডেন থেকে পিস এবং কনফ্লিক্ট উপর গবেষণার একটি কোর্স সম্পন্ন করেছেন।

কর্মজীবন

তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৭৯ সালে। তিনি ১৯৮৪ সালে সহকারী অধ্যাপক হন। তিনি সহকারী অধ্যাপক হিসেবে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। তিনি যথাক্রমে ১৯৯০ এবং ১৯৯৫ সালে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যাপনার পাশাপাশি জাতীয় বিশ্বাবদ্যালয়ের উপাচার্য হওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[2]

তার কর্মকালের মধ্যে রয়েছেঃ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (২০০৯-২০১২);
  • সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিন (৩ মেয়াদে) (২০০৩-২০০৯);
  • সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯৪-২০০৮);
  • সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০০৯-২০১২);
  • সদস্য, নির্বাহী পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক এসোসিয়েশন (১৯৮৪);
  • সদস্য, নির্বাহী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক এসোসিয়েশন (২০০৭-২০০৯);
  • এ. এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রোভোষ্ট (১৯৯৭-২০০১);
  • সদস্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কমিটি (১৯৯৬);
  • সাধারন সম্পাদক, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ (১৯৯৪, ১৯৯৫);
  • সহ সভাপতি, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ (২০০৬-২০০৭ এবং ২০১২-২০১৩);
  • উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় (৬ মার্চ ২০১৩ - ২০১৭)।
  • উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় (২য় মেয়াদে) (২০১৭-২০২১)[3]

তথ্যসূত্র

  1. "Vice Chancellor -Prof Dr.Harun-or-Rashid"জাতীয় বিশ্ববিদ্যালয়। ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬
  2. "Prof Harun-or-Rashid new VC of National University"The Daily Star। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬
  3. BanglaNews24.com। "দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন হারুন-অর-রশিদ"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.