হার দিল যো প্যায়ার কারেগা
হার দিল যো পেয়ার কারেগা (ইংরেজি: Har Dil Jo Pyar Karega - Every Heart That Loves) এটি ২০০০ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন রাজ কানওয়ার, প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদালা এবং সঙ্গীত পরিচালনা করেছেন অণু মালিক। ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সলমান খান, প্রীতি জিন্তা ও রাণী মুখার্জী এবং শাহরুখ খান উপস্থিত হয়েছেন একজন অতিথ হিসেবে। এটি বক্স অফিসে মাঝারি অবস্থান পেয়েছে।[1]
হার দিল যো পেয়ার কারেগা | |
---|---|
![]() হার দিল যো প্যায়ার কারেগা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজ কানওয়ার |
প্রযোজক | সাজিদ নাদিয়াদালা |
রচয়িতা | রুমি জাফরে |
শ্রেষ্ঠাংশে | সলমান খান প্রীতি জিন্তা রাণী মুখার্জী শাহরুখ খান |
সুরকার | অনু মালিক |
চিত্রগ্রাহক | ডব্লিউ. বি. রাও |
সম্পাদক | সঞ্জয় ভার্মা |
পরিবেশক | নাদিয়াদালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট |
মুক্তি | ৪ আগস্ট, ২০০০ |
দৈর্ঘ্য | ১৭৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
- সলমান খান – রাজ/রোমি
- প্রীতি জিন্তা – জানভি
- রাণী মুখার্জী– পূজা অবেরই
- কামিনী কুশল – বিজি
- পরেশ রাওয়াল – গভের্ধান
- শক্তি কাপুর – আব্দুল'র কাকা
- সতিশ শাহ – মহেশ হিরানী
- সানা সায়েদ – অঞ্জলি
- শাহরুখ খান – রাহুল (অতিথ হিসেবে)
সংগীত
সাউন্ড ট্র্যাক
তথ্যসূত্র
- "Box Office 2000"। BoxofficeIndia.com। ২১ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.