হাবিবা সারাবি

হাবিবা সারাবি (ফার্সি: حبیبه سرابی) আফগানিস্তানের বামিয়ান প্রদেশের গভর্নর হিসেবে ২০১১ সাল থেকে কাজ করছেন।[1] হাজারা নামের সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা দেশের প্রথম মহিলা গভর্নর তিনি।[2]

হাবিবা সারাবি
হাবিবা সারাবি ২০১১ সালের এপ্রিলে বামইয়ানের গভর্নর
বামইয়ানের গভর্নর , আফগানিস্তান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৫ সালের ২৩ শে মার্চ
পূর্বসূরীমোহাম্মাদ রহিম আলিয়ার
২য় মিনিস্ত্রি অফ উইমেন
কাজের মেয়াদ
জুলাই ২০০২  ডিসেম্বর ২০০৪
পূর্বসূরীসিমা সামার
উত্তরসূরীমাসুদা জালাল
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৬
মাজরে শরীফ, আফগানিস্তান
রাজনৈতিক দলট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি (আফগানিস্তান)
ধর্মইসলাম

২০০৮ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের করা পরিবেশবিষয়ক সেরাদের তালিকায় যুক্ত হয়েছে তার নাম।[1]

জন্ম ও শিক্ষা

১৯৫৭ সালের ৫ ডিসেম্বর আফগানিস্তানের হাজারা নামের সংখ্যালঘু সম্প্রদায়ে জন্ম হাবিবা সারাবির। কাবুলে উচ্চবিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে মেডিসিন বিষয়ে কাবুল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃত্তি পেয়ে ভারতে গিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।[1]

সংস্কার

২০০৫ সালে দেশটির প্রথম নারী গভর্নরের দায়িত্ব নিয়ে সমাজে শিক্ষার প্রসারে, নারীদের অধিকার রক্ষার কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। এর আগে দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাবিবা।[1]

পরিবার

হাবিবা সারাবির স্বামীর নাম মোহাম্মদ আরেফ। তাদের তিন সন্তান। [1]

পুরস্কার

হাবিবা সারাবি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার। স্বাস্থ্য, কৃষি খাত ও শান্তি রক্ষায় বিশেষ অবদানের পুরস্কার পেয়েছেন তিনি।[1]

  • র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার (২০১১ সাল)[3]
  • যুক্তরাষ্ট্রের জেসন পুরস্কার (২০০৫ সাল)

তথ্যসূত্র

  1. ম্যাগসাইসাই বিজয়ী আফগান নারী,দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০১৩ খ্রিস্টাব্দ।
  2. আফগান মহিলা গভর্নর হাবিবা ম্যাগসাইসাইয়ের জন্য নির্বাচিত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০১৩ তারিখে,দৈনিক আমার দেশ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৬ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ।
  3. ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন আফগানিস্তান ও মিয়ানমারের ২ মহিলা,দৈনিক ইত্তেফাক। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৬শে জুলাই ২০১৩ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.